নতুন কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১২ পিএম, ২৪ এপ্রিল,রবিবার,২০২২ | আপডেট: ০৪:০২ পিএম, ২৭ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল।
গতকাল শনিবার (২৩ এপ্রিল) বেলা ৩টায় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব পদপ্রার্থী তারেক রহমান এর নেতৃত্বে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া থানার মোড় থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে উপজেলা গেইট এ গিয়ে শেষ হয়।
এই স্বাগত ও আনন্দ মিছিলে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল নেতা নাঈম উদ্দিন, জাহেদুল ইসলাম সুজন, আবদুল লতিফ, ফয়সাল উদ্দিন, তৌহিদুল আলম, মোহাম্মদ মোকাদ্দেস, মোঃ সবুজ, আবদুল্লাহ আল রিয়াদ, রাসেল উদ্দিন, সাকের, আরাফাত, জয়নাল আবেদীন ,মোঃ নজরুল ইসলাম, মোঃ আজাদ, মোঃ জসিম উদ্দিন, মোঃ আরাফাত, শিহাব, তোহা, জাবেদ, মোঃ শাকিল, মোঃ ইমন, মোঃ আশিক, মোঃ রাকিব নাঈম, তুষার, ইমন, সাজ্জাদ, জাহেদ, সুমন, আজাদ সহ শতাধিক নেতাকর্মী অংশ নেন।
বক্তারা কেন্দ্রীয় ছাত্রদলের নবগঠিত কমিটিতে আপসহীন ছাত্রনেতা কাজী রওনকুল ইসলাম শ্রাবণকে সভাপতি এবং সাইফ মাহমুদ জুয়েলকে সাধারণ সম্পাদক মনোনীত করায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তাদের নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠা ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত কারামুক্তির আন্দোলন আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।