গাবতলী উপজেলা সেচ্ছাসেবকদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৪০ পিএম, ২৩ এপ্রিল,শনিবার,২০২২ | আপডেট: ০১:১২ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকা এর নাজাত, দেশমাতা বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা ও মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থ্যতা ও আশু দেশে প্রত্যাবর্তনে আল্লাহ তায়ালার রহমত কামনায় আজ শনিবার বগুড়ার গাবতলী উপজেলা সেচ্ছাসেবক দলের উদ্যোগে নাড়ুয়ামালার উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা ও উপজেলা বিএনপির সদস্য এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মোরশেদ মিল্টন। গাবতলী উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুর হাসান হিরুর সভাপতিত্বে এবং উপজেলা সেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সুজা উদ্দিনের পরিচালনায় আমন্ত্রিত অতিথি ছিলেন জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মাজেদুর রহমান জুয়েল, যুগ্ম আহবায়ক সরকার মুকুল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এনামুল হক নতুন, নজরুল ইসলাম টুকু, ফজলে রাব্বী মন্ডল ফিরোজ, জুলফিকার হায়দার গামা, এমআর ইসলাম রিপন, তছলিম উদ্দিন খোকা, মহিলাদল নেত্রী সুরাইয়া জেরিন রনি, উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু, যুগ্ম আহবায়ক মহব্বত আলী, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল লতিফ, যুগ্ম আহবায়ক চঞ্চল কুমার, পৌর বিএনপি নেতা নুরুল্লাহ, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবাযক মামুনুর রশিদ ঠান্ডু, পারভেজ পাসারী, আরাফাত রহমান, সোহেল মন্ডল, উজ্জল, বাদল, শহিদুল, উপজেলা ছাত্রদলের সভাপতি এমআর হাসান পলাশ ও সাধারণ সম্পাদক এস.এম রাঙ্গা, বিএনপির নেতা সাজেদুর রহমান সুজন, এমআর ইসলাম রাখু, মোস্তাফিজার রহমান রন্জু, জসীউর রহমান সোহেল, আব্দুল মজিদ, হিরু, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য মালেক, রাব্বি, মানিক, পিন্টু, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা’সহ ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি ও যুবদল-ছাত্রদল নেতৃবৃন্দ এবং স্থানীয় মুসল্লীগণ প্রমূখ।