দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেই হবে - আব্দুল হাই শিকদার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৩৭ পিএম, ২৩ এপ্রিল,শনিবার,২০২২ | আপডেট: ১১:০৫ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কবি অধ্যাপক আব্দুল হাই শিকদার বলেছেন, দুর্নীতি এখন আওয়ামী লীগ সরকারের জন্য প্রতিযোগিতামূলক উৎসবে পরিণত হয়েছে। সরকারের দুর্নীতির কারণে দেশের মানুষ চরম দুর্বিষহ জীবন যাপন করছে। দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির কারণে জনজীবনে নাভিশ্বাস। আওয়ামী লীগ এখন ক্ষমতাকে পরিবারতন্ত্র বানিয়ে রেখেছে। জনগণের ট্যাক্সের টাকা বিদেশে পাচার করা হচ্ছে। সুতরাং এই সরকারের দুর্নীতির বিরুদ্ধে সবাইকে প্রতিরোধ গড়ে তুলতেই হবে।
তিনি বলেন, দেশে আইনের শাসন না থাকায় মানুষ বিচার চায় না। সত্য বলতে বা লিখতে পারছে না। জনগণের বাকস্বাধীনতার ওপর আঘাত করা হচ্ছে। জনগণের ভোটাধিকার নাই। গণতন্ত্রকে নির্বাসনে পাঠানো হয়েছে। তাই মানুষ ন্যায় বিচারের আশা ছেড়ে দিয়ে বলছে বিচার তো পাবো না। কার কাছে বিচার চাইবো। এ সময় তিনি বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে আওয়ামী লীগের পছন্দ মার্কা নির্বাচন কমিশনকে ঢেলে সাজাতে হবে। বর্তমান নির্বাচন কমিশনের কার্যক্রমও আওয়ামী লীগের নির্বাচনি এজেন্টদের মত। তাই এই নির্বাচন কমিশনও আজ্ঞাবহ। তারা সদ্য বিদায়ী হুদার দেখানো পথে হাঁটতে শুরু করেছেন।
তিনি আরো বলেন, গণমাধ্যমের কণ্ঠকে রোধ করার ষড়যন্ত্র অব্যাহত আছে। দেশের সচিত্র ও সত্য সংবাদ প্রকাশের বিরুদ্ধে অবৈধ সরকার গণমাধ্যমের ওপর ডিজিটাল আইনের নামে যে কালো আইন চাপিয়ে দিয়েছে সেটা সুশাসন পরিপন্থী এবং নব্য বাকশালের পুনরাবৃত্তি। এই আইন গণমাধ্যমের হাতে হাতকড়া পরানোর শামিল। তিনি অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে সরকারকে গণতান্ত্রিক পথে হাঁটার আহ্বান জানান। গতকাল শনিবার সকালে নারায়ণগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়, গরীব মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের মহাসচিব হুমায়ুন কবির বেপারী বলেন, মানুষের জীবনমান হুমকির মুখে পড়েছে। চারদিকে জুলুম নিপীড়ন চালানো হচ্ছে। মামলা দিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের জেলে বন্দি করে রাখা হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিউমার্কেটর ঘটনাকে বিএনপির ওপর চাপিয়ে দেয়া হচ্ছে। জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের ঢাকা বিভাগীয় সমন্বয়কারী রহিমা শরীফ মায়ার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের মহাসচিব হুমায়ুন কবির বেপারী, নারায়ণগঞ্জ মহানগর সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, ভাইস চেয়ারম্যান ডাঃ মজিবুর রহমান, নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের আহবায়ক সামিয়া, সদস্য সচিব জেলা আহবায়ক জিসান প্রমুখ।