পাইকগাছা উপজেলা ও পৌরসভা বিএনপি’র ইফতার মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৪৮ পিএম, ২৩ এপ্রিল,শনিবার,২০২২ | আপডেট: ১১:৫৩ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
পাইকগাছা উপজেলা ও পৌরসভা বিএনপি আয়োজিত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের দীর্ঘায়ূ ও সুস্থ্যতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল আজ শনিবার বিকালে পুরাতন পরিবহন স্ট্যান্ডে অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি’র আহবায়ক ডাঃ আব্দুল মজিদ এর সভাপতিত্বে ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহদাৎ হোসেন ডাবলু ও কাউন্সিলর এসএম ইমদাদুল হকের সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক আবু হোসেন বাবু।
বিশেষ অতিথি ছিলেন, জেলা যুগ্ম-আহবায়ক খান জুলফিক্কার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, শেখ শামছুল আলম পিন্টু, পৌর আহবায়ক জিএম আব্দুস সাত্তার, সাবেক সভাপতি অ্যাড. জিএ সবুর, সাবেক চেয়ারম্যান এসএম এনামুল হক, আসলাম পারভেজ, শেখ ইমাদুল ইসলাম, সেলিম রেজা লাকি, কাউন্সিলর কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, তুষার কান্তি মন্ডল, আবুল হোসেন, মাওঃ আমিনুল ইসলাম, তমিজ উদ্দীন, এ্যাডঃ আব্দুল মজিদ। বক্তব্য রাখেন, বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।