তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোন নির্বাচন হতে দেয়া হবে না - জহিরুল হক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:০৪ পিএম, ২৩ এপ্রিল,শনিবার,২০২২ | আপডেট: ০৯:২৬ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোন নির্বাচন এ দেশের মাটিতে হতে দেয়া হবে না, রাজপথে এর সমাধান করা হবে এবং রাজপথেই আন্দোলনের মাধ্যমে এ সরকারকে দাবী মানাতে বাধ্য করা হবে। তিনি বলেন, উন্নয়নের গল্প শুনিয়ে সরকার জনগণকে ধোঁকা দিচ্ছে। তারা বলেছিল দশ টাকা কেজি চাল খাওয়াবে, ঘরে ঘরে চাকরি দিবে। অথচ মানুষ এখন অভাবে মরতে বসেছে।
আজ শনিবার বেলা ১১টার সময় ফরিদপুরের সদরপুর ও চরভদ্রাসনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণের সময় প্রধান অতিথির বক্তব্যে শাহজাদা মিয়া এ কথা বলেন।
ফরিদপুরের সদরপুরে পোস্ট অফিসের পাশে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সদরপুর উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী।
এসময় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক খন্দকার মনিরুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুতজজামান বদু, সহ-সভাপতি ফরিদ মাস্টার, মো.আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক বাহালুল মাতুব্বরসহ প্রমুখ।
এসময় উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রাজ্জাক ও জালাল মাস্টার, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল জব্বার, যুগ্ম সম্পাদক আসলাম হোসেন, জেলা কৃষকদলের সহ-সভাপতি এমএ মারুফ মিয়া, চরমানাইর ইউনিয়ন বিএনপি সভাপতি বজলু মাস্টার, ছাত্রদল নেতা নজরুল ইসলাম, আরিফ মাতুব্বর সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিতি ছিলেন।
তারেক রহমানের নির্দেশে ঈদ সামগ্রী হিসেবে ১২শ' নারী পুরুষদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন।