দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় জনগণকে তার মাশুল দিতে হচ্ছে : ডা. শাহাদাত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৫২ পিএম, ২৩ এপ্রিল,শনিবার,২০২২ | আপডেট: ০৬:৩৫ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, পবিত্র এই রমজান মাসে নিত্যপণ্যের বাজার ও আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। দুর্নীতির কারণে এখন এমন একটা পর্যায়ে চলে গেছে যে, প্রতিটি জিনিসপত্রের দাম বেড়ে গেছে। বাজারের ক্ষেত্রে সিন্ডিকেট তৈরি করা হয়েছে। তারা কৃত্রিমভাবে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিচ্ছে। কোথাও কোনো জবাবদিহিতা নেই। চরম দুর্নীতির প্রভাব বাজারে গিয়ে পড়ছে। লাগামহীনভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বেড়ে যাওয়ায় জনগণকে তার মাশুল দিতে হচ্ছে। তিনি আগামী ২৬ এপ্রিল মঙ্গলবার চট্টগ্রাম মহানগর বিএনপির ইফতার মাহফিল সফল করার আহবান জানান।
তিনি গতকাল দুপুরে চট্টগ্রাম মহানগর বিএনপির ইফতার মাহফিল সফল করার লক্ষ্যে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে মহানগর বিএনপির প্রস্তুতি সভায় এ কথা বলেন।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, পবিত্র রমজান মাস রহমত, মাগফেরাত ও নাজাতের মাস। মহামারী করোনার কারনে বিগত দুই বছর ইফতার মাহফিল করা যায়নি। আল্লাহর অশেষ রহমতে আগামী ২৬ এপ্রিল মঙ্গলবার আমরা ইফতার মাহফিল আয়োজন করেছি। প্রতিটি ওয়ার্ডের তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও চট্টগ্রামের পেশাজীবী নেতৃবৃন্দকে সম্পৃক্ত করতে যাচ্ছি। তিনি নেতাকর্মীদেরকে অত্যন্ত সুশৃঙ্খলভাবে ইফতার মাহফিল সফল করতে প্রস্ততি গ্রহণ করার আহবান জানান।
প্রস্তুতি সভার আগে বাদে জুমা দলীয় কার্যালয় সংলগ্ন জামে মসজিদে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব দস্তগীর চৌধুরীর ১১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা এহসানুল হক।
প্রস্ততি সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সি. যুগ্ম আহবায়ক আলহাজ্ব এম এ আজিজ, যুগ্ম আহবায়ক মো. মিয়া ভোলা, নাজিমুর রহমান, শফিকুর রহমান স্বপন, ইয়াছিন চৌধুরী লিটন, মো. শাহ আলম, ইসকান্দর মির্জা, আবদুল মান্নান, আহবায়ক কমিটির সদস্য জয়নাল আবেদীন জিয়া, হারুন জামান, হাজী মো. আলী, এস এম আবুল ফয়েজ, আর ইউ চৌধুরী শাহীন, আনোয়ার হোসেন লিপু, গাজী মো. সিরাজ উল্লাহ, মো. কামরুল ইসলাম, থানা বিএনপির সভাপতি মন্জুর রহমান চৌধুরী, আবদুল্লাহ আল হারুন, এম আই চৌধুরী মামুন, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মো. শাহেদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, থানা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল কাদের জসিম, নুর হোসাইন, নগর বিএনপি নেতা সৈয়দ আমিন মাহমুদ, ইব্রাহিম বাচ্ছু, একেএম ফেয়ারু, ইদ্রিস আলী, আজাদ বাঙ্গালী, আরিফ মেহেদী, মোস্তাফিজুর রহমান ভুলু, আবদুল হাই, মহানগর জাসাসের আহবায়ক এম এ মুছা বাবলু, ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী নবাব খান, আকতার খান, এস এম মফিজ উল্লাহ, আবদুল্লাহ আল ছগির, আলাউদ্দিন আলী নুর, মো. ইলিয়াছ, কাজী শামসুল আলম, হাজী মো. ইলিয়াছ, এস এম ফরিদুল আলম, ইলিয়াছ চৌধুরী, মো. আসলাম, শায়েস্তা উল্লাহ চৌধুরী, সাইফুল আলম, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, এস এম আবুল কালাম আবু, হাবিবুর রহমান চৌধুরী, সাদেকুর রহমান রিপন, সিরাজুল ইসলাম মুন্সী, ইয়াকুব চৌধুরী নাজিম, হাসান ওসমান চৌধুরী, এম এ হালিম বাবলু, হাজী এমরান উদ্দীন, আনোয়ার হোসেন আরজু, মো. হাসান, হাজী মো. জাহেদ, মো. হাসান প্রমুখ।