শেখ হাসিনার বক্তব্য যেন 'ঠাকুর ঘরে কে রে - আমি কলা খাই না' : এমরান সালেহ প্রিন্স
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৪২ পিএম, ২৩ এপ্রিল,শনিবার,২০২২ | আপডেট: ০৭:৩৬ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
যারা চোখ থাকতে অন্ধ তারা নিজেদের দোষ-অপকর্ম দেখতে পায় না বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
আজ শনিবার ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারায় ইফতার মাহফিল পূর্বে আলোচনায় বক্তব্য রাখছিলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দেশ পরিচালনায় নিজেদের ব্যর্থতা, দূর্নীতি, লুটপাট, অন্যায়, অবিচার আড়াল করতে এবং জনগণকে বিভ্রান্ত করতে নানা নাটক ও ছলচাতুরীর আশ্রয় নিচ্ছে। ১৩ বছর ভোটাধিকার, মানবাধিকারসহ সকল অধিকার কেড়ে নিয়ে, গুম-খুনসহ নিষ্ঠুর দমন-নিপীড়ন চালিয়ে জনগণের জীবন বিপন্ন করে এখন নিজেদের অপরাধ জানতে চাওয়া 'ঠাকুর ঘরে কে রে - আমি কলা খাই না' প্রবাদের মতো। এ সরকার জন অধিকার হরণকারী প্রতারক সরকার। জনগণের সাথে প্রতারণা, ছলচাতুরী, অন্যায়, অবিচার তাদের অভ্যাসে পরিনত হয়েছে। জনগণ এই সারকারকে আর বিশ্বাস করে না, একেরকে আর ক্ষমতায় দেখতে চায় না।
তিনি সরকারের প্রতি এসব ভনিতা পরিহার করে গণ দাবি মেনে পদত্যাগ করার ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবী জানিয়ে বলেন, অন্যথায় তাদেরকে তীব্র গণ-অভ্যূত্থানের মুখোমুখি হতে হবে।
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ্ প্রিন্সের আমন্ত্রণে ধারা সৈয়দ সুরাত উদ্দীন আহমদ রাইস মিল প্রাঙ্গণে অনুষ্ঠিত ইফতার মাহফিলে হালুয়াঘাট উপজেলার দক্ষিণাঞ্চলের সাতটি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার দেড় সহস্রাধিক মানুষ অংশ নেন।
ইফতারের পূর্বে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
ইফতার মাহফিলে হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, আবদুল হাই, আবু হাসনাত বদরুল কবির, বিএনপি নেতা আরফান আলী, বীরমুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন, কাজী ফরিদ আহমেদ পলাশ, আবদুল হামিদ, আবদুল আজিজ খান, মিজানুর রহমান, রফিকুল ইসলাম, হোসনে আরা নীলু, আনোয়ার হোসেন, জয়নাল হোসেন, খোকন তালুকদার, শহীদুল হক খান সুজন, আবদুল মালেক, রুহুল আমিন খান, নাইমুল আরেফিন পাপন, রুস্তম আলী ফকির, আরাফাত কায়সার, আলহাজ্ব রফিকুল ইসলাম কেরানী, আলতাফ হোসেন, আশরাফ আকন্দ এরশাদ, সৈয়দ গুলজার হোসেন, মোতালেব হোসেন, আদুল মজিদ মাস্টার, সারোয়ার হোসেন, গোলাম মোস্তফা, তাজবীর হোসেন অন্তর, আবদুল গণি, আলিমুল ইসলাম, আবদুল্লাহ আল মামুন, মেহেদী হাসান দুলাল, আকিকুল ইসলাম, মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।