জামালপুরে মহিলা দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫৬ পিএম, ২৩ এপ্রিল,শনিবার,২০২২ | আপডেট: ০৪:৩৯ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
জামালপুরে জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
গতকাল শুক্রবার (২২ এপ্রিল) সন্ধায় শহরের স্টেশন রোডে সিটি মেডিকেল হল ভবনের তিন তলায় অনুষ্ঠিত জেলা মহিলা দলের সভানেত্রী সেলিনা বেগমের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা সাঈদা বেগম শ্যামা, সহ-সভানেত্রী এডভোকেট দিলরুবা, যুগ্মসাধারণ সম্পাদিকা শামিমা বেগম রুবি, সাংগঠনিক সম্পাদিকা পিয়ারা হায়দারসহ জেলা, শহর ও উপজেলা মহিলা দলের নেত্রীবৃন্দ। এ ছাড়াও ইফতার মাহফিলে বিএনপির জেলা, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে প্রধান অতিথি এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, দেশে কোন বৈধ সরকার নেই। বৈধ সরকার ছাড়া দেশ পরিচালিত হতে পারে না। দেশের গণতন্ত্র আজ ভূলুণ্ঠিত হয়েছে, আজকে মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, দেশের প্রতিটি মানুষ আওয়ামী লীগের কাছে জিম্মি হয়ে পড়েছে। দেশের মানুষ আজ নিরাপদে নেই, সারাদেশে লুটপাট,ধর্ষণ, খুন, গুম, অত্যাচার, নির্যাতন বেড়ে গেছে।
তিনি বলেন, মানুষের ভোটের অধিকার ও গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদী সরকার পতনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রামের জন্য বিএনপির নেতা-কর্মীদের রাস্তায় নেমে আসার আহ্বান জানান।
ইফতার মাহফিলের আলোচনা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা, দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক গোলাম রব্বানী।