গাবতলীতে পৌর বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:২০ পিএম, ২২ এপ্রিল,শুক্রবার,২০২২ | আপডেট: ০১:০৭ পিএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকোর রূহের মাগফেরাত কামনা এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থ্যতা কামনা করে আজ শুক্রবার বগুড়ার গাবতলী পৌর বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল আইডিয়াল কেজি স্কুলমাঠে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র বিএনপি নেতা সাইফুল ইসলাম। পৌর বিএনপির সভাপতি কায়দুজ্জোহা টিপুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক আহবায়ক ছাবেদ আলী সরকার এবং সাবেক যুগ্ম আহবায়ক সাহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু। আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আতিকুর রহমান আতিক ও জাহিদুল ইসলাম জাহিদ। সঞ্চালনায় ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম ও তাজুল ইসলাম। এ সময় বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।