পাইকগাছা স্বেচ্ছাসেবক দলের ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:১২ পিএম, ২২ এপ্রিল,শুক্রবার,২০২২ | আপডেট: ০৩:৫১ পিএম, ৮ ডিসেম্বর,রবিবার,২০২৪
খুলনার পাইকগাছায় স্বেচ্ছাসেবক দলের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকেলে পুরাতন ঢাকা কাউন্টার চত্বরে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
পাইকগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী সাজ্জাদ আহমেদ মানিকের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোল্লা ইউনুস আলীর সঞ্চালনায় আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের খুলনা বিভাগের দায়িত্ব প্রাপ্ত সহ-সভাপতি ও খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ তৈয়েবুর রহমান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আতাউর রহমান রুনু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আবদুল মজিদ, পৌর বিএনপির আহবায়ক এডজিএ সাত্তার, মোড়ল শাহাদাৎ হোসেন ডাবলু, এসএম ইমদাদুল হক, আসলাম পারভেজ, আনোয়ার হোসেন আনো, এস্কেন্দার মির্জা, এসএম ইনামুল হক, রেজাউল ইসলাম রেজা, শাহিনুর বাবু, আব্দুল মান্নান মিস্ত্রি, হুমায়ুন কবির রুবেল, আঃ রহিম, শাহিনুর রহমান, তুষার কান্তি মন্ডল, কামাল আহমেদ সেলিম নেওয়াজ, সাংবাদিক রাবিদ মাহমুদ চঞ্চল, তহিদুজ্জামান মুকুল, ইমরান হোসেন, আবু তালেব, আকিজ উদ্দীন, রুস্তম আলী, আসাদুল্লাহ আল গালিব, যোগেশ্বর কাত্তিক, সোহেল রানা, মেছের আলী সানা, আনারুল ইসলাম, নুর আলী গোলদার, ফয়সাল রাশেদ সনি, দেবেন, সাদ্দাম, শাহিন সহ শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বক্তব্যে তৈয়েবুর রহমান বর্তমান সরকারের হাত থেকে দেশকে বাচাতে, দেশের মানুষকে বাঁচাতে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এখনো সংঘবদ্ধ হওয়ার আহবান জানান।