বোরহানউদ্দিনে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:১৮ পিএম, ২২ এপ্রিল,শুক্রবার,২০২২ | আপডেট: ০৫:০৪ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
ভোলার বোরহানউদ্দিনে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে ইফতার ও দোয়ার আয়োজন করা হয়েছে।
আজ শুক্রবার আসরবাদ উপজেলার ৪নং কাচিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ সাদি হাওলাদারের বাসভবন সংলগ্ন মাঠে এই দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শেখ সাদী হাওলাদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, সরোয়ার আলম খান, অ্যাডভোকেট আজম কাজি, শহিদুল ইসলাম নাজিম কাজি ও জসিমউদদীন খান, আব্দুর রহমান মিয়া প্রমুখ। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মি অংশ নেয়। পরে কাচিয়া ইউনিয়নে নিহত বিএনপি ও অঙ্গ সংগঠনের নিহত নেতাকর্মিদের রুহানি মাগফিরাত কামনা করা হয়।