দেশের মানুষ নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন চায় - কর্ণেল এসএম ফয়সাল (অব:)
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:১৩ পিএম, ২২ এপ্রিল,শুক্রবার,২০২২ | আপডেট: ০৯:২৩ পিএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া'র রোগমুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর একান্ত সচিব মিয়া নুরুউদ্দিন অপু'র সু-স্বাস্থ্য কামনায় শরীয়তপুর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যানারে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার শরীয়তপুর শহরের ধানুকা এলাকায় এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
শরীয়তপুর জেলা বিএনপি'র সহ-সভাপতি আব্দুল মান্নান মাদবরের সভাপতিত্বে এবং স্বেচ্ছাসেবক দলের ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মুন্সী ও শরীয়তপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুতের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি কর্ণেল এসএম ফয়সাল (অব:)। বিশেষ অতিথি ছিলেন, যুবদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সস্পাদক আব্দুল জব্বার খান, কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সস্পাদক হাজী মোজাম্মেল হক মিন্টু সওদাগর।
সম্মানিত অতিথি ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক মজিবুর রহমান মাদবর, শরীয়তপুর জেলা বিএনপির কার্যকরী সহ-সভাপতি শাহ মোঃ আব্দুস সালাম, সহ-সভাপতি আলহাজ্ব সিরাজুল হক মোল্যা, মো: আবুল হোসেন সরদার, বি.এম হারুন অর রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, জাজিরা উপজেলার সাবেক সাধারণ সম্পাদক বজলুর রশীদ সিকদার, জেলা আইনজীবী ফোরামের সাবেক আহবায়ক অ্যাড. মোসলেম খান, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক মোল্যা।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা সেকান্দার তালুকদার, আলমগীর মাদবর, আ: রব বেপারী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক ওয়ালী উল্যাহ খান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাসুদ, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এইচএম জাকির হোসেন, পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বেপারী, যুবনেতা রোকন মেম্বার, ওবায়দুর রহমান খান. সোহাগ শরীফ, শাহিন বেপারী, জাকির জমাদ্দার, রাশেদ মুন্সী, মাহফুজ খান, বাবু শেখ, বিল্লাল সরদার, শাখাওয়াত, আনোয়ার, শাহেন শাহ, জাহাঙ্গীর হাওলাদার, রোজাউল হাওলাদার, সুজন ছৈয়াল, দবির বেপারী, সোহেল রানা, তোফায়েল সরদার, জিলানী, মোয়াজ্জেম, সেলিম হাওলাদার, আলমগীর সিকদার, কামাল রাড়ী, উজ্জল সরদার, আনিছুর রহমান, সোহাগ, বেবুন, ছাত্রদল নেতা ইসহাক, রাসেল, আসলাম, সোহেল, জোনায়েত সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের হাজার হাজার নেতাকর্মী।
অনুষ্ঠানে কর্ণেল এসএম ফয়সাল (অব:) বলেন, দেশের সর্বস্তরের মানুষ এখন নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন চায়। তারা বুঝতে পেরেছেন, অবাধ, সুষ্ঠু নির্বাচন ছাড়া তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না। তাদের মৌলিক অধিকারও জনগণ ফিরে পাবে না। তাই এ লক্ষ্যে সব গণতান্ত্রিক দল ও মানুষকে ঐক্যবদ্ধ করে গণআন্দোলন গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, জিয়া পরিবারের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র হোক না কেন, এই দেশের জনগণ তাঁদের ও বিএনপি'র সঙ্গে আছে। আর বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ।
এছাড়াও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া'র রোগমুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর একান্ত সচিব মিয়া নুরুউদ্দিন অপু'র সু-স্বাস্থ্যের জন্য সকলের দোয়া কামনা করেন তিনি।