ঢাকা মহানগর উত্তর রুপনগর ৬ নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে ইফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৫২ পিএম, ২১ এপ্রিল,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৫:৪৩ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর উত্তর রুপনগর থানাধীন ৬ নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য সচিব ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য গোলাম কিবরিয়া মাখন, মাহাবুব আলম মন্টু, আমজাদ হোসেন মোল্লা, মোঃ হানিফ মিয়া, এবিএমএ রাজ্জাক প্রমূখ।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ৬ নং ওয়ার্ড বিএনপি’র আহবায়ক খায়রুল আলম নয়ন। অন্যান্যের মধ্যে আরও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের আহবায়ক মহসিন সিদ্দিকি রনি, মহিলা দল নেত্রী লাইলি বেগম, ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সদস্য আনিস খান সহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
প্রধান অতিথি জনাব আমিনুল হক ইফতারপূর্ব আলোচনায় বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সহধর্মিনী ডাঃ জুবাইদা রহমানের বিরুদ্ধে বানোয়াট মামলা সচল করা হয়েছে। এটি সরকারের চরম রাজনৈতিক প্রতিহিংসা। জিয়া পরিবারকে হেয় করতেই বর্তমান গণবিচ্ছিন্ন সরকার এহেন কর্মকান্ড অব্যাহত রেখেছে। কিন্তু এসব অপকর্মের মাধ্যমে জিয়া পরিবারকে জাতির নিকট হেয় করা যাবে না। কারণ বর্তমান সরকারের চরিত্র ও ফ্যাসিবাদী আচরণ সম্পর্কে দেশবাসী ভালভাবেই অবগত। দেশে বর্তমানে এই পবিত্র মাস রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠেছে। কিন্তু সরকারের তাতে কোন ভ্রুক্ষেপ নেই। চাঁদাবাজী ও লুটপাটে দেশের অর্থনীতি এখন ভঙ্গুর।
আজ্ঞাবাহী বর্তমান নির্বাচন কমিশনও পূর্বের কে এম নুরুল হুদা কমিশনের মতোই নির্বাচন জাতিকে উপহার দিবে তাতে কোন সন্দেহ নাই। তাই জনগণ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করতে বদ্ধপরিকর।