ইফতারপূর্ব আলোচনায় সোনাডাংগা থানা বিএনপির সাবেক নেতৃবৃন্দ
জবাবদিহি সরকার না থাকলে জীবন দুর্বিষহ হয়ে উঠবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:১৬ পিএম, ২১ এপ্রিল,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৭:১৩ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীন সুষ্ঠু নির্বাচন করা না গেলে এবং ২০১৪ বা ২০১৮ সালের মতো আবারও নির্বাচন অনুষ্ঠিত হলে দেশের জন্য ভয়াবহ ভবিষ্যৎ অপেক্ষা করছে। জবাবদিহি সরকার না থাকলে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠবে। জাতীয় সংকট সমাধানে জাতীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। সোনাডাংগা থানা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠণের সাবেক নেতৃবৃন্দের আয়োজনে ১৯ রমজান আজ বৃহস্পতিবার নগরীর কেডিএ এভিউনিউস্থ শেখপাড়া তেঁতুলতলার মোড়ে সোনাডাংগা থানা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
বক্তারা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে তৃণমূলে ত্যাগী, পরিশ্রমী ও সাংগঠনিক যোগ্যতা সম্পন্ন নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিষ্ট লুটেরা সরকার পতনের এক দফার আন্দোলনের প্রস্তুত থাকতে হবে। ইফতার সামনে নিয়ে বিপুল সংখ্যক নেতাকর্মী মহান স্বাধীনতার ঘোষক বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার কনিষ্ঠপুত্র ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বর্ষিয়ান রাজনীতিক ভাষাসৈনিক এম নূরুল ইসলাম দাদুভাই ও সাবেক সংসদ সদস্য কাজী সেকেন্দার আলী ডালিম, এস এম মোরমেদারম, আনোযারুর কাদের কোকনসহ গণতান্ত্রিক আন্দোলনে দলের প্রয়াত সকল নেতাকর্মীর মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সাথে বিএনপি চেয়ারপার্সন ‘মাদার অব ডেমোক্রেসি’ সাবেক সফল তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, কারামুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পূর্ণ সুস্থতা ও স্বদেশ প্রত্যাবর্তনে মহান আল্লাহ্ রাব্বুল আলামীনের নিকট সাহায্য প্রার্থনা করে নেতাকর্মীরা কান্নায় ভেঙে পড়েন।
ইফতার ও দোয়া মাহফিল উদযাপন কমিটির আহবায়ক বিএনপি নেতা এস এম ইকবাল হোসেন খোকনের সভাপতিত্বে এবং আসাদুজ্জামান মুরাদের পরিচালনায় মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা মো. মুজিবর রহমান।
ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি নেতা জাফরউল্লাহ খান সাচ্চু, এড. ফজলে হালিম লিটন, শেখ ইকবাল হোসেন, মো. মাহবুব কায়সার, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, নজরুল ইসলাম বাবু, মেহেদী হাসান দিপু, সাদিকুর রহমান সবুজ, নিজামুর রহমান লালু, অ্যাড. গোলাম মওলা, জালু মিয়া, ইশতিয়াক উদ্দিন লাভলু, ইউসুফ হারুন মজনু, শামসুজ্জামান চঞ্চল, আবুল কালাম শিকদার, শেখ শওকত আলী, শেখ জামিরুল ইসলাম জামিল, আকরাম হোসেন খোকন, ইশহাক তালুকদার, রবিউল ইসলাম রবি, মহিউদ্দিন টারজান, আনিছুর রহমান আরজু, মেহেদী হাসান সোহাগ, রফিকুল ইসলাম শুকুর, আশরাফ হোসেন, ইমতিয়াজ আলম বাবু, জাহিদ কামাল টিটু, আব্দুল জব্বার, তৌহিদুল ইসলাম খোকন, শেখ জাফিরুল ইসলাম, শরিফুল ইসলাম বাবু, মিজানুর রহমান ডিকেন, কামাল উদ্দিন, শেখ মারুফ হোসেন, হুমায়ুন কবির, হেদায়েত হোসেন হেদু, মিজানুর রহমান, খান, আব্দুল আলীম, মনিরুল আসলাম, ওহেদুজ্জামান অহিদ, লিটু পাটোয়ারী, আলমগীর হোসেন, মোস্তফা জামান মিঠু, গোলাম নবী ডালু, মোস্তফা বাবর, শেখ ইকবাল হোসেন, সুলতান মাহমুদ সুমন, ইফতেখার জামান নবীন, শরিফুল ইসলাম সগর, সাকিল আহমেদ, শেখ ফজলুর রহমান মৃধা, মাওলানা আব্দুল গফ্ফার, এমরান হোসেন, আমির হোসেন মিঠু, মুশফিকুর রহমান অভি, মোস্তফা জামান নোমান, মুন্সি আব্দুর রব, আব্দুর রহমান, মো. হুমায়ুন প্রমুখ।
এছাড়া ইফতার মাহফিলে খুলনার বিশিষ্ট রাজনীতিক, জনপ্রতিনিধি, সমাজসেবক, ব্যবসায়ী নেতা, খুলনা মহানগর বিএনপির সাবেক নেতৃবৃন্দ, থানা, ওয়ার্ড অঙ্গ ও সহযোগী সংগঠণের তৃণমূল নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।