ক্যান্সারে আক্রান্ত দলীয় কর্মীকে সহায়তা দিলেন বিএনপি নেতা বকুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:২০ পিএম, ২১ এপ্রিল,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১১:২৪ এএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
খুলনা মহানগরীর দৌলতপুর থানার অন্তর্গত ৬নং ওয়ার্ড মহিলা দলের সহ সভাপতি ক্যান্সারে আক্রান্ত মনিরা বেগম সালুকে তার চিকিৎসার জন্য ক্যামো প্রদান খরচ বাবদ নগদ আর্থিক সহায়তা করেছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।
আজ বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকাল ৪টায় মনিরা বেগম সালুর চিকিৎসার জন্য বাড়িতে যেয়ে তার মেয়ের হাতে কেন্দ্রীয় বিএনপি নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল প্রেরিত ১টি ক্যামো খরচ বাবদ প্রয়োজনীয় নগদ আর্থিক সহায়তা তুলে দেন খুলনা মহানগর বিএনপি এবং দৌলতপুর থানা বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
ক্যান্সার আক্রান্ত মনিরা বেগম সালুর চিকিৎসার জন্য তরুণ উদীয়মান বিএনপি নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল প্রেরিত নগদ আর্থিক সহায়তা প্রদানকালে এসময় উপস্থিত ছিলেন, খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক শেখ সাদী, নগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মুরশিদ কামাল, শেখ ইমাম হোসেন, আড়ংঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মতলুবুর রহমান মিতুল, খুলনা মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি কাজী নেহিবুল হাসান নেহিম, সরকারী বিএল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি শেখ রিয়াজ শাহেদ, খালিশপুর থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুল ইসলাম বাচ্চু, খুলনা মহানগর মহিলা দলের সহ সভাপতি সালমা বেগম, বোরহানউদ্দীন সেতু প্রমুখ।