ঢাকাসহ বিভিন্ন জেলায় তারেক রহমানের ঈদ উপহার বিতরণ শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৩৮ পিএম, ২১ এপ্রিল,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১২:১২ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণের কারণে বিএনপি ও অঙ্গসংগঠনের অনেক নেতাকর্মীই গুম হয়ে গেছেন। গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনা'র আন্দোলনে শহীদ-গুম ও নির্যাতনে শিকার নেতৃবৃন্দের পরিবারের মাঝে তারেক রহমান-এর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এসব নেতাকর্মীর পরিবারের পাশে সবসময় থাকছেন দলটির নেতারা।
আজ বৃহস্পতিবার থেকে ঢাকাসহ বিভিন্ন জেলায় আংশিক ভাবে শুরু হয়েছে।
ইতিমধ্যে গুম হওয়া বিএনপি নেতা হুমায়ূন পারভেজ এর সহধর্মিণী এবং গুম হওয়া বিএনপি এম ইলিয়াস আলীর পুত্র আবরার ইলিয়াস এর নিকট স্ব স্ব বাড়িতে গিয়ে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান'র ঈদ শুভেচ্ছা পৌঁছে দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম।
উল্লেখ্য, আগামীকাল শুক্রবার থেকে সারাদেশে বিএনপি'র শহীদ-গুম ও নির্যাতনে শিকার নেতৃবৃন্দের পরিবারের মাঝে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান'র ঈদ শুভেচ্ছা পৌছানো হবে বলে জানান সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।