আলফাডাঙ্গায় যুবলীগ নেতাকে কুপিয়ে জখম, গ্রেফতার-১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৪৮ পিএম, ২১ এপ্রিল,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০১:৩৪ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
ফরিদপুরের আলফাডাঙ্গায় রফিকুল ইসলাম রাজিব নামের এক যুবলীগ নেতাকে কুপিয়ে যখম করেছে সন্ত্রাসীরা।
গতকাল বুধবার (২০ এপ্রিল) বিকালে আলফাডাঙ্গা বাজার চৌরাস্তায় এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল সূত্রে এবং আহত রাজিবের কাছ থেকে জানাযায় কয়েক দিন আগে আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের প্রয়াত সাবেক চেয়ারম্যান বর্তমান পৌরসভার বাসীন্দা মকিবুল হাসান পুটু মিয়ার ছেলে মাসু মিয়ার সাথে পার্শবর্তি বোয়ালমারী উপজেলার শাখর ইউনিয়নের মাগুরা গ্রামের নুরুল ইসলামের ছেলে মামুনের বাক বিতন্ড হয়। তার জেরে গতকাল বুধবার বিকালে মামুন এর নের্তৃত্বে তার সহযোগী একই উপজেলার পার্শাবর্তি ছত্রকান্দা গ্রামের নবাব আলীর ছেলে শামিমসহ অর্ধশতাধীক মানুষ স্থানীয় অস্ত্র রামদা, বল্লব ও লাঠি সোঠা নিয়ে আলফাডাঙ্গা চৌরাস্থায় এসে মাসুকে খোজা খুজি করে না পেয়ে গালি গালাজ করতে থাকে এসময় যুবলীগ নেতা রাজিব কি হইছে জানতে চাইলে শামিম ও মামুন রামদা দিয়ে পিছন থেকে এলো পাতাড়ি কুপিয়ে রাজিবকে মারাত্নক জখম করে এসময় রাজিব মাটিতে পড়ে যায়।
খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। স্থানীয়রা রাজিবকে উদ্ধার করে আলফাডাঙ্গা হাসপাতালে ভর্থি করেন। বর্তমানে রাজিব আলফাডাঙ্গা হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রফিকুল ইসলাম রাজিব আলফাডাঙ্গ পৌর কৃষকলীগের সাবেক সভাপতি আগামীতে পৌর যুবলীগের সভাপতির প্রার্থী রয়েছেন। তিনি পৌর সভার বাসীন্দা সামসুল আলমের ছেলে।
আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ ওয়াহিদুজ্জামান জানান সিসি টিভি ফুটেজ দেখে হেমায়েত মোল্যার ছেলে তুহিন মোল্লা (২৪) কে আটক করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।