মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০৬ পিএম, ২১ এপ্রিল,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৩:৫২ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
মৌলভীবাজার পৌর শহরের পশ্চিমবাজার এম সাইফুর রহমান (পুরাতন থানা) রোড এলাকায় সড়ক দুর্ঘটনায় জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক রুমেল আহমদ মাছুম (৩০) নিহত হয়েছেন।
স্থানীয় বাসিন্দা ও জেলা ছাত্রদলের নেতাকর্মীরা জানান, এম সাইফুর রহমান রোডে নিজের ব্যবসা প্রতিষ্ঠান ফ্যাশন ক্লাবের স্বত্বাধিকারী রুমেল আহমদ মাছুম গতকাল বুধবার সন্ধ্যা ৬.১০ মিনিটের দিকে মোটরসাইকেল যোগে বাড়ি যাওয়ার পথে ওই স্থানে দুর্ঘটনায় শিকার হন। বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
মোটরসাইকেলে তিনি একাই ছিলেন। নিহত রুমেল আহমদ মাছুম সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের বলিয়ারভাগ গ্রামের মো. মশহুদ মিয়ার ছেলে। ১ ভাই ও ১ বোনের মধ্যে তিনি ছিলেন বড়। তাঁর মৃত্যু সংবাদে জেলা ছাত্রদল ও বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে শোকের ছাঁয়া নামে। তাঁর এমন মর্মান্তিক মৃত্যুতে জেলা ও উপজেলার নেতাকর্মীরা শোকাহত।
দুর্ঘটনার ওই গাড়ি ও চালককে শনাক্ত কিংবা আটক করা সম্ভব হয়নি।