ময়মনসিংহে সাংবাদিকদের সম্মানে বিএনপি নেতার ইফতার মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:০৮ পিএম, ২০ এপ্রিল,
বুধবার,২০২২ | আপডেট: ০২:১৯ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
ময়মনসিংহে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল করেছেন বিএনপি নেতা মো: মামুন বিন আব্দুল্লাহ। এ সময় তিনি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া কামনা করেন। তিনি মালয়েশিয়ায় বাংলাদেশের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ি।
আজ বুধবার সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর রামবাবু রোড এলাকার একটি অভিজাত রেষ্টুরেন্টে এ ইফতার মাহফিলের আয়োজন করেন।
এই ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেন, প্রেসক্লাব ময়মনসিংহের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: শামসুল আলম খান, সাংবাদিক নেতা মোশাররফ হোসেন, গোলাম মোস্তফা, অমিত রায়, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি এম.আইয়ুব আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ প্রায় অর্ধশত সাংবাদিক ও রাজনীতিক।