নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে ময়মনসিংহে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:১০ পিএম, ২০ এপ্রিল,
বুধবার,২০২২ | আপডেট: ১১:১২ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নবগঠিত নতুন নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে ময়মনসিংহে শুভেচ্ছা মিছিল করেছে মহানগর ও দক্ষিণ জেলা ছাত্রদল। পৃথক পৃথক ভাবে এ শুভেচ্ছা মিছিল করেন তারা।
আজ বুধবার বিকেলে নগরীর নতুন বাজার এলাকায় এ শুভেচ্ছা মিছিল করেছে মহানগর ছাত্রদল।
এমিছিলে নেতৃত্ব দেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সভাপতি নাইমুল করিম লুইন ও সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিন।
এ সময় সংগঠনের কয়েক শত নেতাকর্মী এই শুভেচ্ছা মিছিলে অংশ গ্রহন করেন।
এছাড়াও একই ইস্যুতে পৃথক ভাবে শুভেচ্ছা মিছিল করেছে ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মাহাবুবুর রানা ও সাধারণ সম্পাদক আবু দাঈদ রায়হান। এমিছিলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।