খুলনায় এতিম শিক্ষার্থীদের আর্থিক অনুদান দিলেন বিএনপি নেতা বকুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৫২ পিএম, ২০ এপ্রিল,
বুধবার,২০২২ | আপডেট: ০৩:৪৫ পিএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
খুলনা মহানগরীর খালিশপুর থানার অন্তর্গত ১২নং ওয়ার্ডের খালিশপুর তিনতলা হাউজিং এতিমখানা ও মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের ভরণপোষণে নগদ আর্থিক সহায়তা প্রদান করেছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।
আজ বুধবার দুপুর ১২টায় খালিশপুর তিনতলা হাউজিং মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্সের পরিচালকের হাতে এতিম শিক্ষার্থীদের ভরণপোষণ ও পড়ালেখার খরচ নির্বাহের জন্য কেন্দ্রীয় বিএনপি নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল প্রেরিত নগদ আর্থিক অনুদান তুলে দেন খুলনা মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। এসময় নেতৃবৃন্দ সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পূর্ণ রোগমুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় এতিম শিক্ষার্থীদের কাছে মহান আল্লাহপাক রাব্বুল আলামিনের নিকট দোয়া করার আবেদন জানান।
তরুণ উদীয়মান বিএনপি নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল প্রেরিত নগদ আর্থিক অনুদান প্রদানের সময় উপস্থিত ছিলেন, খুলনা মহানগর বিএনপির অন্যতম যুগ্ম আহবায়কঃ স ম আব্দুর রহমান, আবুল কালাম জিয়া, খোদাবক্স কোরাইশী কালু, মনজুরুল আলম টিটু, পটা, মশিউর রহমান খোকন, আব্দুস সালাম, ওমর ফারুক, লাভলু, বোরহানউদ্দীন সেতু প্রমুখ।