আবুধাবি বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:১৯ পিএম, ২০ এপ্রিল,
বুধবার,২০২২ | আপডেট: ০২:০৯ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংযুক্ত আরব আবুধাবি বিএনপির সভাপতি ইসলাম হোসেন তালুকদার এর সভাপতিত্বে, আবুধাবি বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক, মোহাম্মদ ইকবাল, যুগ্ম সম্পাদক সাজিদুর রহমান বাচ্চুর যৌথ সঞ্চালনায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংযুক্ত আরব আমিরাত আবুধাবি বিএনপি উদ্যোগে ইফতার ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় এক দোয়া মাহাফিলের আয়োজন করেন।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বিএনপির সাধারণ সম্পাদক আবদুল ছালাম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউএই কেন্দ্রীয় বিএনপি সহ সভাপতি আমিরুল ইসলাম এনাম, ইউএই বিএনপির সহ সভাপতি ও দুবাই বিএনপির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ রফিকুল আলম রফিক, ইউএই বিএনপি সম্মানিত যুগ্ম সম্পাদক আবদুল কুদ্দুস খালেদ, ইউএই বিএনপি সহ সাধারণ সম্পাদক নুর হোসেন সুমন, ইউএই বিএনপি'র আন্তর্জাতিক বিষয় সম্পাদক আমিনুল ইসলাম টিপু, উদযাপন কমিটির আহবায়ক ও আবুধাবি বিএনপি সিনিয়র সহ সভাপতি আবুল বশর, মোছাফফা বিএনপি সভাপতি রুহুল আমিন, আল আইন বিএনপি সভাপতি মোহাম্মদ শওকত উসমান, মোছাফফা বিএনপির সাধারণ সম্পাদক আহাম্মদ হোসাইন তালুকদার, আল আইন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাঁ, দুবাই বিএনপির সদস্য সচিব মজিবুল হক মঞ্জু, আবুধাবি বিএনপি যুগ্ম সম্পাদক তারেক হাসান শামীম, দুবাইয়ের যুগ্ম আহবায়ক আজিম উদ্দিন তালুকদার, হুমায়ুন কবীর সুমন, মোহাম্মদ মোস্তফা চৌধুরী, নিজাম উদ্দিন সোহেল, মোহাম্মদ কাইসার, নাসির উদ্দীন রক্সিসহ ইউএই বিএনপির অন্তর্গত প্রাদেশিক বিএনপির সভাপতি ও সাধারণ সহ ইউএই বিএনপির অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।