ফরিদপুরে বিএনপির নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কৃষকদলের মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:২২ পিএম, ২০ এপ্রিল,
বুধবার,২০২২ | আপডেট: ০১:৩৬ এএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
ফরিদপুর জেলা ও মহানগর বিএনপির সদ্য ঘোষিত আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সভা করেছে কৃষকদল।
আজ বুধবার বেলা সাড়ে ১১টায় কোর্ট চত্ত্বর উকিলবারের সামনে কৃষক দলের উদ্যোগে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
কৃষক দল নেতা এ্যাডভোকেট মামুন অর রশিদ মামুন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন কোতয়ালী বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, ভিপি সেলিম, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক তানজিমুল হাসান কায়েস, মহানগর ছাত্রদলের সভাপতি শাহরিয়ার শিথিল প্রমুখ।
এ সময় মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, রুকসুর সাবেক ভিপি ও মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি এম এম ইউসুফ, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবসহ কৃষকদল, ছাত্রদল, যুবদলসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে সাধীনতা চত্ত্বর থেকে নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বিশাল একটি আনন্দ মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পৌরসভার সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা সর্ব প্রথম দেশ নেত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবী করেন এবং দীর্ঘদিন পর ফরিদপুরে জেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষনা করায় দলটির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ফরিদপুরের দায়িত্বপ্রাপ্ত নেতা মির্জা আব্বাসকে ধন্যবাদ জানান। একইসাথে কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক শহিদুল ইসলাম বাবুল ও মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফকেও ধন্যবাদ জানান বক্তারা।
উল্লেখ্য গত ১৫ই এপ্রিল সৈয়দ মোদাররেস আলী ইছাকে আহ্বায়ক ও একেএম কিবরিয়া স্বপনকে সদস্য সচিব করে ১৯ সদস্য বিশিষ্ট ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়।