পাশাপুরে কেন্দ্রীয় জামে মসজিদের অস্থায়ী ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আবুল কালাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৩৩ পিএম, ১৯ এপ্রিল,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৭:২৩ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
আজ মঙ্গলবার পাশাপুরে আবুল কালাম "পাশাপুর কেন্দ্রীয় জামে মসজিদ" (অস্থায়ী) ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। উল্লেখ্য এলাকাবাসীর এবাদত বন্দেগির সুবিধার্থে নতুন মসজিদ নির্মান কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত পাশাপুরবাসী এই মসজিদেই নামাজ আদায় করবেন বলে জানান তিনি।
বিশিষ্ট শিল্পপতি, চৌতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, লাকসাম-মনোহরগঞ্জের বিএনপি নেতা ও বিএনপি কেন্দ্রীয় শিল্প সম্পাদক আবুল কালাম প্রতিষ্ঠিত "আবুল কালাম ফাউন্ডেশন" এর অর্থায়নে কোটি টাকা ব্যয়ে বিশাল এ অঞ্চলের সর্ববৃহত ও দৃষ্টিনন্দন মডেল মসজিদ নির্মান কাজ সম্পন্ন হবে। নতুন মসজিদ নির্মান কাজ সম্পন্ন হলে আজকের ভিত্তিপ্রস্তর স্থাপনকৃত মসজিটি ওই অঞ্চলের মহিলাদের নামাজের জন্য উম্মুক্ত করে দেয়া হবে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অস্থায়ী এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন "আবুল কালাম ফাইন্ডেশন" এর প্রতিষ্ঠাতা আবুল কালাম। মহতি এই আয়োজনর আবুল কালাম স্কুল এন্ড কলেজের শিক্ষকবৃন্দ ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজনৈতিক ব্যাক্তিত্ব আবুল হাসেম মানুু, আব্দুর রহমান বাদল, অধ্যাপক সরওয়ার জাহান দোলন, কাজী আব্দুর রশিদ, মনির আহমেদ, মোশারফ হোসেন মুশু, আনিসুর রহমান দুলাল, আবু বকর সিদ্দিকী মিল্টন, আফজল হোসেন ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। পরবর্তীতে এলাকাবাসীর সম্মানে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন জননেতা আবুল কালাম।