বগুড়ায় এমপি সিরাজের উদ্যোগে এতিমদের সম্মানে দোয়া ও ইফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:২৮ পিএম, ১৯ এপ্রিল,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১০:২১ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
বগুড়া সদর আসনের জাতীয় সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজ এর ব্যক্তিগত উদ্যোগে বগুড়া পৌরসভাধীন ২১ নং ওয়ার্ডের আল জামিয়াতুল আরাবিয়া লিল বানাত হযরত ফাতেমা (রাঃ) ওয়া দারুল আয়তাম চকলোকমান মহিলা মাদ্রাসা ও এতিম খানার ৫০০ (পাঁচশত) অসহায় এতিমদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, কেন্দ্রীয় ও বগুড়া জেলা বিএনপির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির সদস্য এম আর ইসলাম স্বাধীন, খায়রুল বাশার, জেলা বিএনপির সদস্য শেখ তাহাউদ্দিন নাইন, সহিদ উন নবী সালাম, সাইদুজ্জামান শাকিল, শহর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সদর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক অ্যাড. সোলায়মান আলী, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইউসুফ আলী, জেলা যুবদলের আহবায়ক খাদেমুল ইসলাম, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মাজেদুর রহমান জুয়েল ও যুগ্ম আহবায়ক সরকার মুকুল, ছাত্রদলের সভাপতি আবু হাসান ও সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিক রিগ্যান, শহর যুবদলের সদস্য সচিব আদিল শাহরিয়ার গোর্কি, সিঃ যুগ্ম আহবায়ক হারুন উর রশিদ সুজন ও যুগ্ম আহবায়ক সৌরভ হাসান, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজা, ২১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কুদ্দুস চান ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের দুই(২০০) শতাধিক নেতাকর্মীবৃন্দ।