ফ্যাসিবাদী দুঃশাসনের যাতাকলে রাজনীতির ব্যাকারণ-রসায়ন কাজ করছে না : প্রিন্স
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৪৪ পিএম, ১৯ এপ্রিল,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১২:২৭ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ফ্যাসিবাদী দুঃশাসনের যাতাকলে রাজনীতির ব্যাকারণ-রসায়ন কাজ করছে না। গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে সরকার চরম ফ্যাসিবাদের সৃস্টি করেছে। যার ফলে গণতান্ত্রিক রাজনীতির স্বাভাবিক প্রক্রিয়া পদে পদে বাঁধাগ্রস্ত হচ্ছে।
আজ মঙ্গলবার (১৯ এপ্রিল) এমরান সালেহ প্রিন্স জামালপুরে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
তিনি বলেন, বিরোধী দলীয় রাজনৈতিক কর্মীরা রাজনৈতিক, সাংঠনিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারছে না। নানামুখী বাঁধার কারণে রাজনীতি ও গণতন্ত্রের পথ সঙ্কুচিত হয়ে গেছে। তিনি ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের প্রতি বাংলাদেশে সকলের জন্য রাজনীতির নূন্যতম সুযোগ সৃস্টির দিকে নজর রাখার আহ্বান জানান।
প্রিন্স বলেন, যোগ্য, দক্ষ নেতৃত্ব ও কর্মী তৈরী করতে প্রশিক্ষণের বিকল্প নাই। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন, প্রশিক্ষিত কর্মী দলের প্রাণ, তিনি দলের নেতাকর্মীদের প্রশিক্ষণের আওতায় আনতে দলে প্রশিক্ষণ কেন্দ্র চালু করেছিলেন। এখনও আমরা সীমিত সুযোগের মধ্যেও এই কর্মসূচি পালন করছি।
কর্মশালার উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এড.ওয়ারেস আলী মামুন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর সিনিয়র পরিচালক আবদুল আলীম, শাম্মী লায়লা ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
স্থানীয় এক রিসোর্টে প্রশিক্ষণ কর্মশালায় জামালপুর জেলা বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।