স্বল্প আয়ের মানুষ রমজানে দিশেহারা হয়ে পড়েছেন - খায়রুল কবির খোকন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:২৩ পিএম, ১৮ এপ্রিল,সোমবার,২০২২ | আপডেট: ০৩:৩৫ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
বিএনপি’র যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপি’র সভাপতি খায়রুল কবির খোকন বলেন, রজমান মাস হলো রহমত, বরকত মাগফিরাত ও নাজাতের মাস। এই রমজান মাস আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক বড় নিয়ামত। এই মাস শিক্ষা দেয় সংযম, সহনশীলতা ও সহমর্মিতার। কিন্তু সিয়াম সাধনার এই মাসে মানুষের চরম কষ্ট ও দুর্ভোগ লাগবে মধ্যরাতের ভোটের সরকারের যেন কোন দায়বদ্ধতা নেই। রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। নিত্যপণ্য কিনতে গিয়ে হাড়ে হাড়ে টের পাচ্ছেন ক্রেতারা। স্বল্প আয়ের মানুষ রমজানে দিশেহারা হয়ে পড়েছেন।
আজ সোমবার নরসিংদী জেলা বিএনপি’র উদ্যোগে জেলা বিএনপি’র কার্যালয়ে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্বের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সহ-সভাপতি অ্যাড. আব্দুল বাছেত, দ্বীন মোহাম্মদ দিপু, যুগ্ম সম্পাদক আকবর হোসেন, শহর বিএনপি’র সভাপতি একেএম গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুক উদ্দীন ভূঁইয়া, জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক আমিনুল হক বাচ্চু, হাজীপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, ছাত্রনেতা সিদ্দিকুর রহমান নাহিদ বিএনপি’র অন্যান্য নেতাকর্মীবৃন্দ।