নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে ময়মনসিংহে ছাত্রদলের আনন্দ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:১৫ পিএম, ১৮ এপ্রিল,সোমবার,২০২২ | আপডেট: ০৮:৪৫ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়েছে ময়মনসিংহে আনন্দ মিছিল করেছে উত্তর জেলা ছাত্রদল। পরে তারা সংক্ষিপ্ত সমাবেশ করে নতুন কমিটির নেতৃবৃন্দের প্রতি অভিনন্দন জ্ঞাপন করেন।
আজ সোমবার বিকেলে ময়মনসিংহ নগরীর নতুন বাজার এলাকায় এ আনন্দ মিছিল করেন তারা।
এতে নেতৃত্ব দেন ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নিহাদ সালমান ডুনন, সাংগঠনিক সম্পাদক মহিবুল হক টুটুল। এ সময় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত সমাবেশে উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নিহাদ সালমান ডুনন বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে ছাত্রদল আগামী দিনের যে কোন আন্দোলন সংগ্রামে অগ্রনী ভূমিকা পালন করবে বলে আশা করছি।