ফরিদপুর জেলা বিএনপি’র নতুন কমিটি ঘোষণায় তারেক রহমান কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে র্যালী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:০৫ পিএম, ১৮ এপ্রিল,সোমবার,২০২২ | আপডেট: ০২:২০ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
ফরিদপুর জেলা বিএনপির নবগঠিত কমিটিতে সৈয়দ মোদারেস আলী ইছাকে আহবায়ক ও একেএম কিবরিয়া স্বপনকে সদস্য সচিব মনোনীত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ র্যালী করেছে আলফাডাঙ্গা উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন।
আজ সোমবার বিকেলে আলফাডাঙ্গা উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে বিএনপি কার্যালয়ের সামনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিয়া মোঃ আকরামুজ্জামানের নের্তৃত্বে উক্ত আনন্দ ও শুভেচ্ছা র্যালী বের করা হয়।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, পৌর বিএনপির সদস্য সচিব মোঃ রবিউল হক রিপন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান আব্বাস মিয়া, উপজেলা যুব দলের আহবায়ক কামরুল ইসলাম দাউদ, যুবদলের সাবেক সভাপতি মনিরুজ্জামান মনির, ওলামা দলের সভাপতি আলহাজ্ব হাফেজ গোলাম মহিউদ্দিন কৃষক দলের সভাপতি মজিবার রহমান ও ছাত্রদল নেতা নেয়ামত হোসেন পারভেজ প্রমুখ।
উল্লেখ গত (১৫ এপ্রিল) বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফরিদপুর জেলা বিএনপির সাবেক কমিটি বিলুপ্তি করে আহবায়ক অ্যাড. সৈয়দ মুদারেস আলী ইছা, সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন, যুগ্ম আহবায়ক আফজাল হোসেন খান পলাশ, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, খন্দারফজলুল হক টুলু, আতাউর রশিদ বাচ্চু, অ্যাড. আলী আশরাফ নান্নু, দেলোয়ার হোসেন দিলা, গোলাম রব্বানী রতন, আজম খান তানভীর চৌধুরী রুবেল এবং ৮জনকে সদস্য করে আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করেন।