ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে না’গঞ্জের ফতুল্লায় আনন্দ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৫৯ পিএম, ১৮ এপ্রিল,সোমবার,২০২২ | আপডেট: ১০:২৪ এএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে কাজী রওনকুল ইসলাম শ্রাবনকে সভাপতি ও সাইফ মাহমুদ জুয়েলকে সাধারণ সম্পাদক করায় এবং নবগঠিত কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানিয়ে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আরিফুর রহমান মানিক ও সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সজিবের নির্দেশনায় ফতুল্লায় সাগর সিদ্দিকীর নেতৃত্বে আনন্দ মিছিল করেছে ছাত্রদল নেতা-কর্মীরা।
আজ সোমবার দুপুরে ঢাকা-নারায়নগঞ্জ পুরাতন আনন্দ মিছিল বের করে ছাত্রদলের নেতাকর্মীরা।
নবগঠিত কেন্দ্রীয় ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাগর সিদ্দিকির নেতৃত্বে দুপুওে ঢাকা-নারায়নগঞ্জ পুরাতন সড়কের দাপা ইদ্রাকপুরস্থ বালুর ঘাট থেকে মিছিলটি বের হয়ে পোস্ট অফিস বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। সাগর সিদ্দিকির নেতৃত্বাধীন আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোরশেদ আলম, সহ-সম্পাদক জুবায়ের জাভেদ, সহ-সাংগঠনিক সম্পাদক রোমান, জেলা ছাত্রদল নেতা পিয়াস খন্দকার, জেলা ছাত্রদল নেতা সাহাবউদ্দিন জয়, ফতুল্লা থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহব্বায়ক রহমান, সাবেক যুগ্ম-আহ্বায়ক লেলিন আহম্মেদ, সাবেক যুগ্ম-আহ্বায়ক পারভেজ, সাবেক সদস্য তুরান, সাবেক সদস্য সায়মন ফতুল্লা থানা ছাত্রদল নেতা আরিফ, জীবন, রকি, শান্ত, আকাশ, তূর্য, মেহেদি প্রমুখ।
উল্লেখ্য যে, রোববার বিকেলে জাতীয়তাবাদী ছাত্রদলের বিদ্যমান কমিটি বিলুপ্ত করে নিন্ম লিখিত নতুন আংশিক কমিটি ঘোষিত হয়। নতুন কমিটিতে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, সিনিয়র সহ-সভাপতি-রাশেদ ইকবাল খান, সাধারণ সম্পাদক-সাইফ মোহাম্মদ জুয়েল, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক-রাকিবুল ইসলাম রাকিব ও সাংগঠনিক সম্পাদক-আবু আফসার মোহাম্মদ ইয়াহিয়া।
নতুন দায়িত্ব পাওয়া সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ পুরনো কমিটির সিনিয়র সহসভাপতি ছিলেন। এছাড়া সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল পুরনো কমিটির সাংগঠনিক সম্পাদক পদে ছিলেন।