কেন্দ্রীয় নব্য কমিটিকে অভিনন্দন জানিয়ে ভোলা জেলা ছাত্রদলের মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৫৩ পিএম, ১৮ এপ্রিল,সোমবার,২০২২ | আপডেট: ০৬:৪৩ পিএম, ১১ ডিসেম্বর,
বুধবার,২০২৪
নবগঠিত জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সুপার ফাইভ কমিটিকে অভিনন্দন জানিয়ে স্বাগত মিছিল করেছে ভোলা জেলা ছাত্রদল।
আজ সোমবার দুপুরের দিকে জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলমের নেতৃত্বে এই মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে তারা এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সময়োপযোগী কমিটি উপহার দেওয়ায় ভোলা জেলা ছাত্রদলের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আমরা আশা করছি এই কমিটি সঠিক নেতৃত্ব দিয়ে আন্দোলন করে নিশি রাতের সরকারের পতন ঘটবে।
তারা আরো বলেন, নবগঠিত কমিটির নেতৃত্বে যে সকল আন্দোলন সংগ্রামের কর্মসূচী ঘোষনা দেওয়া কবে ভোলা জেলা ছাত্রদল সফলভাবে তা পালন করবে ইনশাআল্লাহ।
এসময় উপস্তিত ছিলেন ভোলা জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মো. আলআমিন হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক নিয়াজ মিয়াজী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম শরীফ, সদর উপজেলা ছাত্রদলের আহব্বায়ক আবদুল্লাহ রাসেল, সদস্য সচিব সাজ্জাত হোসেন মুন্না, পৌরসভার আহব্বায়ক জাকারিয়া মঞ্জু সহ ভোলা জেলা , উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের ছাত্রদলের নেতৃবৃন্দ।
এছাড়া আরও অভিনন্দন জানান, চরফ্যাশন উপজেলা ছাত্রদলের আহব্বায়ক মো.আরিফ ফরাজী, সদস্য সচিব মো. অনিক কাজী, চরফ্যাশন পৌরসভা ছাত্রদলের আহব্বায়ক নুরুদ্দিন আখন, সদস্য সচিব মো. ইয়াজুল ইসলাম ইয়াজ, চরফ্যাশন সরকারী কলেজ ছাত্রদলের আহব্বায়ক মো. এমরান ফরাজী, সদস্য সচিব মো. মেহেদী হাসান মিয়াজী ও মনপুরা উপজেলা ছাত্রদলেরর আহব্বায়ক মো. কবির হোসেন, সদস্য সচিব মো. শাহাদুল ইসলাম শাহিন, মনপুরার সরকারী কলেজ ছাত্রদলের আহব্বায়ক মো. সুজন সদস্য সচিব মো. স্বপন মিয়া প্রমূখ।