ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে ইবিতে মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৫৭ পিএম, ১৮ এপ্রিল,সোমবার,২০২২ | আপডেট: ০৩:০৬ পিএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
আজ সোমবার (১৮ এপ্রিল) দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমী মিথুনের নেতৃত্বে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মিছিল শুরু হয়ে শেখপাড়া বাজারে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।
এসময় নেতৃবৃন্দ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানান ও নতুন নেতৃত্বকে অভিনন্দন জানান।
এসময় উপস্থিত ছিলেন ইবি ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রঞ্জু আহমেদ, যুগ্ম আহবায়ক আবু দাউদ, ওমর শরীফ, আনারুল ইসলাম, মনিরুল ইসলাম, রোকন উদ্দীন, সালাহউদ্দিন রানা, আহবায়ক সদস্য রাফিজ আহমেদ, আবু সাঈদ রনি, শিপন ইসলাম, রক্তিম মজুমদার, স্বাক্ষর সহ অন্যান্য নেতৃবৃন্দ।