জামালপুরে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৩১ পিএম, ১৮ এপ্রিল,সোমবার,২০২২ | আপডেট: ০৭:১৭ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
বাংলাদেশের মানুষ আজ কঠিন সময় পার করছে বলে বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, এ কঠিন সময় থেকে মুক্তি পেতে ঘরে বসে ফেসবুকে লেখালেখি করে রাজনীতি না করে রাস্তায় নেমে আসুন, দেশ যাবে কোন পথে ফয়সালা হবে রাজপথে এবং বেগম খালেদা জিয়ার মুক্তি, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনা ও গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদী সরকার পতনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীসহ সকলকে যে কোনো কঠিন আন্দোলনে রাজপথে থাকার আহ্বান জানান।
মামুন অভিযোগ করে আরো বলেন, আওয়ামীলীগ সরকার দেশে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। আমাদের দেশের জনপ্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী জোবায়দা রহমান কোন রাজনীতির সাথে জড়িত ছিলেন না। এর পরেও তার নামে দুদক একটি মিথ্যা মামলা দিয়ে মামলা সচল করার নির্দেশ দিয়েছে। আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক প্রতিহিংসার কারনে মিথ্যা মামলা দিয়ে জেলে বন্দি করে রাখা হয়েছে। স্বাধীন বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে বিচার বিভাগকে দলীয়করণ করেছে।
গতকাল রবিবার ১৭ এপ্রিল শহরের স্টেশন রোডে জেলা বিএনপি কার্যালয়স্থ সিটি মেডিকেলের দ্বিতীয় ও তৃতীয় জামালপুর শহর বিএনপির দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেছেন।
দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী, সাধারন সম্পাদক শাহ মোঃ আবদুল্লাহ আল মাসুদ, সাবেক উপমন্ত্রী সিরাজুল হক, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট গোলাম নবী, জেলা বিএনপি নেতা আনিসুর রহমান বিপ্লব, শহীদুল হক খান দুলাল, রিজভী আল জামালী রনজু, সাজ্জাদ হোসেন পল্টন, সফিকুল ইসলাম খান সজিব, মাইন উদ্দিন বাবুল, গোলাম রব্বানী, গাউসুল আজম শাহীন, মমিনুর রহমান মমিন, সদর উপজেলা বিএনপি নেতা সফিউর রহমান সফি, রুহুল আমিন মিলন, জেলা মহিলা দল নেত্রী শেলিনা বেগম, সাইদা বেগম শ্যামাসহ বিএনপির সকল অংগসংগঠনের নেতৃবৃন্দ।