নবগঠিত কেন্দ্রীয় ছাত্রদল কে অভিনন্দন জানিয়ে বগুড়া জেলা ছাত্রদলের স্বাগত মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:২৫ পিএম, ১৭ এপ্রিল,রবিবার,২০২২ | আপডেট: ১১:০০ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
নবগঠিত জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে বগুড়ায় স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী ছাত্রদল বগুড়া জেলা শাখার উদ্যোগে আজ রবিবার সন্ধ্যার পরে এই মিছিল শহর প্রদক্ষিণ করে। জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসানের সভাপতিত্বে এ উপলক্ষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে হাসান বলেন, সময়োপযোগী এই কমিটি উপহার দেওয়ায় দেশনায়ক তারেক রহমানকে বগুড়াবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাই। আমরা আশা করছি এই কমিটির সঠিক নেতৃত্বের আন্দোলনের মধ্য দিয়ে এই স্বৈরাচার সরকারের পতন ঘটবে।
তিনি আরও বলেন, এই কমিটির নেতৃত্বে যে সকল আন্দোলন সংগ্রামের কর্মসূচি ঘোষণা করা হবে বগুড়া জেলা ছাত্রদল সফলতার সাথে তা পালন করবে ইনশাল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রিগ্যান, সহ সভাপতি সোহরাব হোসেন বাপ্পি, যুগ্ম সাধারন সম্পাদক রওশন হাবিব রিয়ন জোয়ার্দ্দার সহ আজিজুল হক কলেজ, শাহ্ সুলতান কলেজ,শহর শাখা ছাত্রদল,সদর থানা ছাত্রদল, গাবতলি থানা ছাত্রদল, শাহজাহানপুর থানা ছাত্রদল, কাহালু উপজেলা ছাত্রদল সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।