বগুড়া শহর বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৪৮ পিএম, ১৭ এপ্রিল,রবিবার,২০২২ | আপডেট: ০৪:২৪ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও মরহুম আরাফাত রহমান কোকো সহ সকল মরহুম নেতাকর্মীর আত্নার মাগফিরাত কামনা করে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বগুড়া শহর বিএনপির উদ্দোগে স্থানীয় টিটু মিলনায়তন অডিটোরিয়াম এ আজ রবিবার বাদ আসর আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
বগুড়া শহর বিএনপির সভাপতি এ্যাড হামিদুল হক চৌধুরী হিরুর সভাপতিত্বে উক্ত মাহফিলে সম্মানীত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির আহবায়ক পৌর মেয়র জনাব মোঃ রেজাউল করিম বাদশা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড একেএম সাইফুল ইসলাম, যুগ্ম আহবায়ক মোঃ ফজলুল বারী তালুকদার বেলাল, যুগ্ম আহবায়ক মোঃ মোশাররফ হোসেন এম পি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, লাভলী রহমান,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম আর ইসলাম স্বাধীন।
বগুড়া শহর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির সঞ্চালনায় মাহফিলে আরো উপস্থিত ছিলেন বগুড়া শহর বিএনপির সাবেক আহবায়ক মোঃ মশিউর রহমান শামিম, বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, সাধারণ সম্পাদক এ্যাড জহুরুল ইসলাম, মহিলা দল নেত্রী নাজমা বেগম, আইনজীবী ফোরাম সভাপতি এ্যাড আলী আজগর, জেলা যুব দল আহবায়ক মোঃ খাদেমুল ইসলাম খাদেম, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহবায়ক সরকার মুকুল, ছাত্র দল সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক নুরে আলম রিগ্যান, বগুড়া শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোর্শেদ মিটন,সোলায়মান আলী, কাউন্সিলর রোস্তম আলী, কাউন্সিলর এনামুল হক সুমন,কাউন্সিলর ইকবাল হোসেন রাজু, কাউন্সিলর রাজু পাইকাড়, মইনুল হক উজ্জল, সহিদ হোসেন সঞ্জু, জহুরুল ইসলাম ডালু, একে আজাদ,আরিফুর রহমান পিন্টু, আক্তারুজ্জামান নান্টু, আজিজুল হক মঞ্জু, মাহবুবর রহমান লুলকা, সায়েদুল ইসলাম সায়েদ, সাজ্জাদ হোসেন পিন্টু, আঃ মান্নান, হারুন আর রশিদ সাজু, রেজাউল হক, আঃ কুদ্দুস চান, জাহিদুর রহমান, আইনুর হক, মিলন আখন্দ, রশিদুল হাসান তালুকদার লিটন, আঃ জলিল, ফারুক হোসেন, মাহমুদুল হাসান তুহিন, রাজু বাহার, শফিকুল ইসলাম শফিক, মাসুদ, এমদাদুল হক মিলন, রাশেদুল ইসলাম, স্বাধীন, মানিক, দেলোয়ার হোসেন মুক্তার, আঃ খালেক, শহিদুল ইসলাম সহ প্রমুখ নেতৃবৃন্দ।