গুম হওয়া বিএনপি নেতা বাঁচা চেয়ারম্যানের পরিবারের পাশে মাহবুবের রহমান শামীম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৩১ পিএম, ১৭ এপ্রিল,রবিবার,২০২২ | আপডেট: ১০:২০ এএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪
অবৈধ আওয়ামী সরকার কর্তৃক গুম হওয়া বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম বাঁচা চেয়ারম্যানের পরিবারের সাথে সাক্ষাত করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
আজ রবিবার নগরীর বাকলিয়াস্থ বাসভবনে গিয়ে বাঁচা চেয়ারম্যানের পরিবারের অনান্য সদস্যদের প্রতি সমবেদনা জানান মাহবুবের রহমান শামীম।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপি'র আহবায়ক আবু সুফিয়ান, সদস্য সচিব মোস্তাক আহমেদ খান, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জামাল হোসেন, লায়ন হেলাল উদ্দিন, হামিদুল হক মান্নান, চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকদলের আহবায়ক সৈয়দ এম সাইফু উদ্দিন, আনোয়ারা উপজেলা বিএনপি নেতা আবুল কালাম আবু, দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ শহীদুল আলম শহীদ, দক্ষিণ জেলা ওলামা দলের আহবায়ক মৌওলানা ফোরকান, মৌওলানা মোঃ জোবেয়ের, মোঃ ছোটন চৌধুরী, ইকবাল হোসেন রুবেল, মোহাম্মদ ইসমাইল প্রমুখ।