সভাপতি শ্রাবণ, সম্পাদক জুয়েল-ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৪৩ পিএম, ১৭ এপ্রিল,রবিবার,২০২২ | আপডেট: ০১:৫৯ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
জাতীয়তাবাদী ছাত্রদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক হয়েছেন সাইফ মাহমুদ জুয়েল।
আজ রবিবার বিকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটির অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি রাশেদ ইকবাল খান, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, সাংগঠনিক সম্পাদক আবু আফসার মোহাম্মদ ইয়াহিয়া।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে ছাত্রদলের গঠন-পূণর্গঠন বিষয়ে যাবতীয় ক্ষমতা সংগঠনের অভিভাবক তারেক রহমানের ওপর অর্পণ করেন। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতীয়তাবাদী ছাত্রদলের বিদ্যমান কমিটি বিলুপ্ত করে ৫ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেন।