ইডেন মহিলা কলেজ ছাত্রদলের ইফতার বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৩১ পিএম, ১৬ এপ্রিল,শনিবার,২০২২ | আপডেট: ১১:০৯ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে ইডেন কলেজের সামনে অসহায় ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে ইডেন কলেজ ছাত্রদল।
আজ শনিবার (১৬ এপ্রিল) ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন রাজু, সহ সাধারন সম্পাদক ইজ্জাজ সাহা, ইডেন কলেজ ছাত্রদলের আহবায়ক রেহেনা আক্তার শিরিন, সদস্য সচিব সানজিদা ইয়াসমিন তুলি, ১ নং আহবায়ক সদস্য তোফা মোস্তফা, আহবায়ক সদস্য শিখা আক্তার, আহবায়ক সদস্য স্বার্ণালী স্বর্ণা, তোহা আমিন, সিনহা,শারমিন, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মাজেদুল ইসলাম মাজেদ প্রমুখ।