গণআন্দোলনের মুখে সরকার পালাবার পথ খুঁজে পাবে না : সাইফুল আলম নীরব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৫৮ পিএম, ১৬ এপ্রিল,শনিবার,২০২২ | আপডেট: ১১:০৮ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নীরব বলেছেন, যুবসমাজকে এখন ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। যুবসমাজের ঐক্যবদ্ধ আন্দোলনে এ সরকারের পতন ঘটানো হবে। গণআন্দোলনের মুখে ভোটচোর অবৈধ এই সরকার পালাবার পথ খুঁজে পাবে না।
আজ শনিবার (১৬ এপ্রিল) গাজীপুর মহানগরের বাসন টেকনগ পাড়ায় সাগর সৈকত কনভেনশন সেন্টারে গাজীপুর জেলা যুবদল আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু। গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক আতাউর মোল্লার সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট রফিকুল ইসলামের সঞ্চালনায় এতে আরো বক্তব্য দেন, যুবদলের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি মুরতাজুল করিম বাদরু, কেন্দ্রীয় নেতা এসএম জাহাঙ্গীর হোসেন, জাকির হোসেন নান্নু, শাহ আলম চৌধুরী, মহসিন ইসলাম বিদ্যুৎ, জেলা বিএনপি নেতা শাখাওয়াত হোসেন সবুজ, গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক এজিএস সাজেদুল ইসলাম, সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, যুবদল নেতা এমারত হোসেন মুসল্লী, আনোয়ার বেপারী, আবু তাহের প্রধান, জুনায়েত লিয়ন, সেলিম হোসেন প্রমুখ।