কেশবপুরে সেচ্ছাসেবক দলের পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৩৫ পিএম, ১৬ এপ্রিল,শনিবার,২০২২ | আপডেট: ১০:৫০ পিএম, ২৮ ডিসেম্বর,শনিবার,২০২৪
যশোরের কেশবপুর থানা ও পৌর সেচ্ছাসেবক দলের উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (১৫ এপ্রিল) দলীয় কার্যালয় চত্বরে অনুষ্ঠিত এ সভা শেষে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক শামছুল আলম বুলবুলের সভাপতিত্বে ও সদস্য সচিব বাবুল রানা বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত পরিচিতি সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবুল হোসেন আজাদ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও যশোর জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, থানা বিএনপির আহবায়ক মশিয়ার রহমান, পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, থানা বিএনপির যুগ্ম-আহবায়ক চেয়ারমান প্রভাষক আলাউদ্দিন আলা, মাসুদুজ্জামান মাসুদ।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, যশোর জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, সিনিয়র সহ-সভাপতি নির্মল কুমার বিট, সাংগঠনিক সম্পাদক আলী হায়দার রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক রেজানুল ইসলাম খান, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম পলাশ।
এছাড়া বক্তব্য রাখেন, আল-আমিন, হাফিজুর রহমান, জাকির হোসেন, ফরিদ উদ্দীন, আজিজুর রহমান আজিজ প্রমূখ।