সাঁড়া ইউনিয়ন যুবদলের দোয়া ও ইফতার মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৫৪ পিএম, ১৫ এপ্রিল,শুক্রবার,২০২২ | আপডেট: ১২:৪৭ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
ঈশ্বরদী উপজেলা বিএনপির সদস্য সচিব জাকারিয়া পিন্টুর নির্দেশনায় সাঁড়া ইউনিয়ন যুবদলের আয়োজনে আজ শুক্রবার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় ও ঈশ্বরদী-আটঘড়িয়ার বিএনপি প্রয়াত নেতা আমিনুল হক, আকরাম আলী খান সঞ্জু, জাহিদুর রহমানসহ সকল প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সাঁড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আক্কাস আলীর সভাপতিত্বে ও সাবেক ইউনিয়ন যুবদলের সভাপতি মোরশেদ আলমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক আহসান হাবীব, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এসএম ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রাজু, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শরিফুল ইসলাম শরিফ প্রমুখ। এসময় বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদলের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।