হাটহাজারীতে ব্যারিস্টার মীর হেলালের পক্ষে ইফতার সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৪৯ পিএম, ১৫ এপ্রিল,শুক্রবার,২০২২ | আপডেট: ০৬:৩৩ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
বিএনপি জাতীয় নিবার্হী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল এর পক্ষ থেকে হাটহাজারী উপজেলার ফরহাদবাদ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন এর উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের জন্য ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ফরহাদাবাদ ইউনিয়ন বিএনপি‘র আহবায়ক আলহাজ্ব রহমত উল্লাহ এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ জয়নাল আবেদীন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ আজম উদ্দিন। প্রধান বক্তা হিসেবে ছিলেন, হাটহাজারী উপজেলা বিএনপি সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উত্তর জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য সেলিম উদ্দিন চেয়ারম্যান, ডাঃ রফিকুল আলম। অন্যান্য নেতৃবৃন্দ মধ্যে উপস্থিত ছিলেন, উত্তর জেলা বিএনপি'র সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এস এম ফারুক, হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য ও উত্তর জেলা “জাসাস” এর সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুল। উত্তর জেলা যুবদল এর দপ্তর সম্পাদক নাছির উদ্দীন তালুকদার, উত্তর জেলা যুবদল এর ত্রাণ ও পূনর্বাসন বিষয়ক সম্পাদক এনামুল হক চৌধুরী উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আপ্যায়ন বিষয়ক সম্পাদক সরোয়ার ইসলাম সুমন, হাটহাজারী উপজেলা যুবদল এর আহবায়ক ফকরুল ইসলাম, সদস্য সচিব নুরুল কবির তালুকদার, যুগ্ম-আহবায়ক জিএম সাইফুল, সদস্য,মোঃ জাবেদ, হান্নান তালুকদার, যুবনেতা জামাল আল দ্বীন, শাহাজাহান সিরাজ, আজম, আব্দুর শুক্কুর, স্বেচ্ছাসেবক দলের নেতা আলমগীর রানা, মামুনুর রশিদ, রোখান, হাবিব, উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবু বক্কর, সহ- সাধারণ সম্পাদক মোহাম্মাদ ইয়াসিন উদ্দিন।
আরও ইউনিয়ন বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, মালেক হাজী, মান্নান কোম্পানি, আমান মেম্বার, আযম মেম্বার, জসিম উদ্দীন, বদিউল আলম, মোঃ জসিম, ফরহাদাবাদ ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি রায়হান উদ্দিন, তানজিদ শাহরুক, সাধারণ সম্পাদক ইকরাজ নেওয়াজ খসরু সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল, প্রচার সম্পাদক মোহাম্মাদ রুমান, মোঃ ফারুক,মোঃ আযম প্রমুখ।