জোবায়দা রহমানকে সরকার ভয় পায় বলে তাকে দেশে আসতে দিতে চান না - ওয়ারেছ আলী মামুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৩৬ পিএম, ১৪ এপ্রিল,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৩:১২ এএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, দেশে কোন বৈধ সরকার নেই। বৈধ সরকার ছাড়া একটা দেশ পরিচালিত হতে পারে না। দেশের গণতন্ত্র আজ ভূলুণ্ঠিত হয়েছে, আজকে মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, দেশের প্রতিটি মানুষ আওয়ামী লীগ ও রাস্টীয় যন্ত্রের কাছে জিম্মি হয়ে পড়েছে।
দেশের আইন আদালত ধ্বংস হয়ে গেছে। এ আদালতের মাধ্যমেই আজ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জেলে বন্দি করে রাখা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে কোনো প্রমাণ নেই, এর পরেও ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় পরে তার নাম দেয়া হয়েছে। জোবায়দা রহমানকেও আজ সরকার ভয় পায় বলে তাকে দেশে আসতে দিতে চান না।
গতকাল বুধবার (১৩ এপ্রিল) শহরের সরদার পাড়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি মিলনায়তনে জামালপুর জেলা তারেক জিয়ার প্রজন্ম দল আয়োজিত পরিচিতি সভা, দোয়া ও ইফতারের পূর্বে তিনি প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেছেন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা তারেক জিয়ার প্রজন্ম দলের সভাপতি মোঃ হান্নান সরকার, সাধারন সম্পাদক সাব্বির হোসেন শামিম, জেলা ও শহর বিএনপির নেতৃবৃন্দ।
তিনি আরো বলেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির জন্য মানুষের চরম দুর্ভোগ, দেশের মানুষ আজ নিরাপদে নেই, সারাদেশে লুটপাট,ধর্ষণ, খুন, গুম, অত্যাচার, নির্যাতন বেড়ে গেছে। তিনি বলেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, মানুষের ভোটের অধিকার ও গণতন্ত্র রক্ষায় সরকার পতনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃতে যে কোনো আন্দোলন সংগ্রামে বিএনপির প্রতিটি নেতা-কর্মীদের অংশ নেওয়ার আহ্বান জানান।