দেশে এখন কোন কিছু ছাড়াই সবকিছু হয় - ডা.শাহাদাত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:০৭ পিএম, ১৩ এপ্রিল,
বুধবার,২০২২ | আপডেট: ০৩:৪৪ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
চট্টগ্রাম মহানগর বিএনপি'র আহ্বায়ক ডা. বলেছেন, দেশে এখন তেল ছাড়া রান্না হয়, পেঁয়াজ ছাড়া তরকারি হয়, বেগুনি ছাড়া বেগুনি হয়, আর ভোট ছাড়া সরকার হয়ে যাচ্ছে। এভাবেই দেশে এখন কোন কিছু ছাড়াই সবকিছু হয়। একদলীয় ফ্যাসিস্ট সরকারের পক্ষে সবকিছুই সম্ভব। বিগত দুটি জাতীয় সংসদ নির্বাচনে ভোটার বিহীন অবস্থায় একদলীয়ভাবে ভোট ছাড়াই অবৈধ ভাবে এই সরকার ক্ষমতায় আছে।
আজ বুধবার দুপুরে এনায়েত বাজার ওয়ার্ডে আলহাজ্ব আব্দুল মালেক ফাউন্ডেশন এর উদ্যোগে এলাকাবাসীর মাঝে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ অনুষ্ঠানে একথা বলেন।
ডা.শাহাদাত হোসেন আরো বলেন, এই সরকারের সব ক্ষেত্রে দুর্নীতি আর দুর্নীতি। গতকাল টিআইবি করোনা টিকা নিয়ে যে দুর্নীতি হয়েছে তার একটি রিপোর্ট প্রকাশ করেছে। এই দুর্নীতি-অনিয়মের শিকার হয়েছেন ২২ শতাংশ রোগী। অসুস্থ রোগী পর্যন্ত এই সরকারের দুর্নীতি-দুঃশাসন ও নির্যাতন থেকে থেকে রেহাই পায়নি। সরকারি হাসপাতাল গুলোর এই দুর্নীতির সাথে সরকারের সর্বস্তরের কর্মকর্তা থেকে শুরু করে মন্ত্রী-আমলারা জড়িত। টিআইবি রিপোর্ট এর মাধ্যমে টিকা নিয়েও যে বড় ধরনের দুর্নীতি হয়েছে তা এখন বের হয়ে এসেছে।
প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাসেম বক্কর বলেন, এই সরকারের দুর্নীতি-দুঃশাসনের কারণে দেশে আজ ভয়াবহ অবস্থা বিরাজ করছে। চারিদিকে মানুষের হাহাকার। সব কিছুর ঊর্ধ্বগতিতে মানুষ অতিষ্ঠ ।
আলহাজ্ব আব্দুল মালেক ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও ওয়ার্ড বিএনপি'র সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর আলহাজ্ব মোঃ আবদুল মালেক, বিএনপি নেতা মোঃ আলহাজ্ব আব্দুল হান্নান, কোতোয়ালি থানা বিএনপি'র সভাপতি মঞ্জুর রহমান চৌধুরী, সালাউদ্দিন লাতু, মোঃ সৈয়দ, মোশারফ হোসেন, আলী মুর্তজা খান, আসাদুর রহমান টিপু, দিদার হোসেন, এনামুল হক রাজু, মোঃ মহিউদ্দিন, মোঃ হাসান, মোঃ আব্দুল আল হাসান সোনামানিক, সামিয়াত আমিন জিসান, সিরাজুল ইসলাম খান রাজু, মোঃ শাহাদাত এলভিন, আব্দুল্লাহ আল কাইয়ুম সুমন, মোঃ ওয়াহিদুল ইসলাম কার্জন, মোঃ জিয়াউল হক সোহেল, আব্দুল্লাহ আল ফরহাদ জ্যাকি, আব্দুল্লাহ আল সায়েম রাব্বি, মোঃ মামুন প্রমুখ নেতৃবৃন্দ।