রাজশাহী মহানগর যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৩২ পিএম, ১৩ এপ্রিল,
বুধবার,২০২২ | আপডেট: ১০:৩১ পিএম, ২৮ ডিসেম্বর,শনিবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজশাহী মহানগর শাখার উদ্যেগে নবগঠিত আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা দুপুর ২ ঘটিকায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
আজ বুধবার (১৩ এপ্রিল) মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মোঃ মাহফুজুর রহমান রিটন, সভা পরিচালনা করেন, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম রবি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম জনি, যুগ্ম-আহ্বায়ক মোঃ রহুল আমিন বাবলু, যুগ্ম-আহ্বায়ক ও শাহমুখদুম থানা যুবদলের আহ্বায়ক মোঃ নাসিম খান, যুগ্ম-আহ্বায়ক মোঃ কামরুজ্জামান মিলন, যুগ্ম-আহ্বায়ক মোঃ সালাউদ্দিন বিপ্লব, যুগ্ম-আহ্বায়ক, আল মামুন বাবু, যুগ্ম-আহ্বায়ক মোঃ মাইনুল ইসলাম মিন্টু, যুগ্ম-আহ্বায়ক, জামিলুর রহমান জামিল, যুগ্ম-আহ্বায়ক মোঃ সোহেল রানা, যুগ্ম-আহ্বায়ক মোঃ ঈসমাঈল হোসেন রাহী সহ রাজশাহী মহানগর আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ, মহানগর অধিনস্থ থানা কমিটির যুগ্ম-আহ্বায়ক ও সদস্য বৃন্দ।
রাজশাহী মহানগর যুবদলের মতবিনিময় সভায় রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, যুবদলকে সুসংগঠিত করার লক্ষে তৃনমুল থেকে অর্থ্যাৎ ওয়ার্ড পর্যায়ের মহল্লায় যুবদলের সদস্য ফরম বিতরনের মাধ্যমে ওয়ার্ড ও থানা কমিটিগুলোকে নতুনভাবে গঠন করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর নির্দেশনা ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সার্বিক তত্বাবধায়নে রাজশাহী মহানগর যুবদলকে সুসংগঠিত করে আগামীদিনে বিলুপ্ত গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে যুবদল রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ্।