জিয়াউর রহমানের নামে মিথ্যা সংবাদ ও ম্যুরাল বিকৃতির প্রতিবাদে কুষ্টিয়ায় ছাত্রদলের মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫১ পিএম, ১২ এপ্রিল,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৩:২০ পিএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
মহান স্বাধীনতার ঘোষক, সেক্টর কমান্ডার, জেড ফোর্সের অধিনায়ক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর নামে কটুক্তিমূলক সংবাদ পরিবেশন ও ভেড়ামারা উপজেলা পরিষদ প্রাঙ্গনে মুক্তিযুদ্ধ ম্যুরালে জিয়াউর রহমানের ছবি অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কুষ্টিয়া জেলা ছাত্রদল।
গতকাল সোমবার (১১ এপ্রিল) সন্ধ্যায় কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি ও সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাতের নেতৃত্বে কুষ্টিয়া শহরে এনএস রোডে বিক্ষোভ মিছিল করে জেলা ছাত্রদল।
মিছিল শেষে বড় বাজারে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচিটি শেষ হয়। সমাবেশে বক্তারা জিয়াউর রহমানের নামে কটুক্তি ও ম্যুরালে থাকা ছবি অবমাননার তীব্র নিন্দা জানান এবং দুষ্কৃতকারীদের প্রতি কঠোর হুশিয়ারি উচ্চারণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক জামিরুল ইসলাম, মনিরুল ইসলাম, মুক্তাদির রহমান, বজলু, আরিফুল ইসলাম, রাকিবুল ইসলাম পিনো, জেলা ছাত্রদলের আহ্বায়ক সদস্য কাঞ্চন, হ্রদয়, বাচ্চু, হাফিজুর, কুষ্টিয়া শহর ছাত্রদলের আহবায়ক সজল ইসলাম, সদস্য সচিব কৌশিক আহমেদ, সদস্য সজল, সবুজ। পলিটেকনিক ছাত্রদলের আহবায়ক আব্দুল কাদের, সদস্য সচিব মারুফ হোসেন পিয়াস, যুগ্ন আহবায়ক নাহিদুল ইসলাম জনি, আয়ন সহ কুষ্টিয়া জেলার বিভিন্ন ইউনিটের ছাত্রদল নেতাবৃন্দ।