জিয়াউর রহমানের নামে মিথ্যা সংবাদ ও ছবি বিকৃতের প্রতিবাদে দৌলতপুরে মশাল মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:২৪ পিএম, ১১ এপ্রিল,সোমবার,২০২২ | আপডেট: ১১:০৫ পিএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, জেড ফোর্সের অধিনায়ক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর নামে মিথ্যা, অসত্য, বানোয়াট, তথ্য বিকৃতি ও কটুক্তিমূলক আরশীনগর পত্রিকায় সংবাদ পরিবেশন ও কতিপয় সন্ত্রাসী কতৃর্ক শহীদ জিয়ার ছবি বিকৃত করার প্রতিবাদে কুষ্টিয়ার দৌলতপুরে মশাল মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আজ সোমবার সন্ধ্যায় মশাল মিছিল করে বিএনপি নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, অবিলম্বে আরশীনগর পত্রিকার অসত্য সংবাদ প্রত্যাহার ও প্রশাসনের কাছে দাবি জানানো হয় যারা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি বিকৃতি করেছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার। তা না হলে আন্দোলন আরও কঠোর থেকে কঠোরতর হবে বলে হুশিয়ারি দেওয়া হয়।
দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক হাজী আবিদ মন্টি সরকারের নেতৃতে উক্ত মশাল মিছিলে আরো উপস্থিত ছিলেন, দৌলতপুর অনার্স কলেজ শাখা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, ছাত্রনেতা আসাদুজ্জামান রুমন, মভিরুল ইসলাম রাসেল, মিঠন আলী, অয়ন আলী, রনি, মামুন সহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী।