গাজীপুর মেট্রো সদর থানা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৪৯ পিএম, ১১ এপ্রিল,সোমবার,২০২২ | আপডেট: ১১:২৮ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখবে এমন ত্যাগী নেতাদের সমন্বয়ে ওয়ার্ড পর্যায় থেকে কমিটি গঠনের মাধ্যমে দলকে শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে গাজীপুর মেট্রো সদর থানা বিএনপি।
এ উপলক্ষ্যে আজ সোমবার প্রথম দফায় মহানগরের ২৭ ও ২৯ নম্বর ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়। নগরীর রাজবাড়ি রোডস্থ দলীয় কার্যালয়ে গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মেট্রো সদর থানা বিএনপির আহ্বায়ক কাউন্সিলর আব্দুল হান্নান মিয়া হান্নুর সভাপতিত্বে ও মেট্রো সদর থানা বিএনপির সদস্য সচিব কাউন্সিলর হাসান আজমল ভূইয়ার সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, মহানগর বিএনপির সাবেক সহসভাপতি আহমেদ আলী রুশদী, রোকনউজ্জামান উজ্জল, সাবেক কাউন্সিলর খায়রুল আলম বিএসসি, বিএনপি নেতা আব্দুর রশিদ, গোলাম মোস্তফা, মহানগর ছাত্রদলের সহসভাপতি মোনায়েম খন্দকার, সদর মেট্রো থানা ছাত্রদলের সদস্য সচিব রোহানুজ্জামান শুকুর প্রমুখ।
কাউন্সিলর আব্দুল হান্নান মিয়া হান্নু বলেন, জেলা হেডকোয়ার্টার হিসেবে গাজীপুর সদর মেট্রো থানা বরাবরই আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। অতীতের মতো আগামী দিনেও আন্দোলন সংগ্রামেও বলিষ্ঠ ভূমিকা রাখবে এমন ত্যাগী ও পরীক্ষিত প্রবীণ-নবীন নেতাদের সমন্বয়ে আমরা শক্তিশালী কমিটি গঠনের উদ্যোগ নিয়েছি।