জিয়াউর রহমানের নামে মিথ্যা সংবাদ প্রকাশ ও ছবি বিকৃতের প্রতিবাদে ভেড়ামারায় মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১৪ পিএম, ১১ এপ্রিল,সোমবার,২০২২ | আপডেট: ১০:৩৩ এএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪
মহান স্বাধীনতার ঘোষক, সেক্টর কমান্ডার, জেড ফোর্সের অধিনায়ক, বহুদলীয় গনতন্ত্রের প্রবর্তক, সবথেকে জনপ্রিয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর নামে মিথ্যা, অসত্য, বানোয়াট, তথ্য বিকৃতি ও কটুক্তিমূলক আরশীনগর পত্রিকায় সংবাদ পরিবেশন ও কতিপয় সন্ত্রাসী কতৃর্ক শহীদ জিয়ার ছবি বিকৃত করার প্রতিবাদে ভেড়ামারা উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সকল অংগসংগঠন সমূহের উদ্দ্যোগে ভেড়ামারা শহরের প্রাণকেন্দ্র দক্ষিন-রেলগেট থেকে বাসস্ট্যান্ড (শাপলা চত্ত্বর) অভিমুখে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
আজ সোমবার (১১ এপ্রিল) মানববন্ধন চলাকালীন সময়ে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক মেয়র, সাবেক উপজেলা চেয়ারম্যান, ভেড়ামারা উপজেলা বিএনপির সংগ্রামী সাধারন সম্পাদক এ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম, ও ভেড়ামারা কলেজের সাবেক ভিপি আবু এম নুরুদ্দীন নুরুভিপি, পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জানবার হোসেন, পৌর সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু, যুগ্ন সম্পাদক আসাদুজ্জামান মিঠু, বাহিরচর ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক রোকনুজ্জামান রোকন, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মোকলেছুর রহমান, সাবেক আহবায়ক জাহিদুল ইসলাম লাভলু, যুবদলের আহবায়ক শামিম রেজা, সাবেক সভাপতি ছাত্রদল সাইফুল আলম রোকন, যুগ্ম আহবায়ক বিপ্লব হোসেন, মেহেরুল ইসলাম, মনিরুল জামান রুবেল, মৎসজীবী দলের সাধারণ সম্পাদক সাচ্ছু, জেলা ছাত্রদলের সদস্য আল আমিন, ছাত্র নেতা আলতামাস নিউটন, নাসিফ শাহরিয়ার আলিফ, জিকু, সোহেল রানা, এসএমরানা, সুলতান আলী, নাসিম। পৌর যুবদলের সদস্য সচিব নজিবুল হক সুমন, যুগ্ন আহ্বায়ক আবুল কালাম আজাদ, যুগ্ন আহ্বায়ক মতিউর রহমান নিজামী, জুলফিকার আলী ভুট্টো, নরত্তোম নর, সেচ্ছোসেবক দলের পৌর যুগ্নআহ্বায়ক শান্ত প্রমুখ।
বক্তারা বলেন, আরশীনগর পত্রিকার অবিলম্বে অসত্য সংবাদ পরিবেশনা থেকে বিরত থাকার জন্য আহ্বান জানানো হয় এবং প্রশাসনের কাছে দাবি জানানো হয় যারা শহীদ জিয়ার ছবি বিকৃতি করেছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার। তা না হলে আন্দোলন আরও কঠোর থেকে কঠোরতর হবে।