সরকার দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে গণতন্ত্রকে হত্যা করেছে - অ্যাড. আব্দুস সালাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৪৬ পিএম, ৯ এপ্রিল,শনিবার,২০২২ | আপডেট: ০২:৫৭ পিএম, ১১ ডিসেম্বর,
বুধবার,২০২৪
বিএনপি কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) অ্যাড. আব্দুস সালাম আজাদ বলেছেন, আজকে বিএনপির সম্মেলন করতে বাধা দেওয়া হচ্ছে অনুমতি দেয়া হয় না। যেখানে খোলা মাঠের মধ্যে সম্মেলন হওয়ার কথা ছিল তা না করে আজকে আমাদেরকে ঘরের মধ্যে সম্মেলন করতে হয়।
এতে বুঝা যায় দেশে আজকে গণতন্ত্র নাই। এতেই প্রমাণ করে দেশে আইনের শাসন নেই, মানুষকে কথা বলতে দেওয়া হয় না। এভাবে একটি দেশ চলতে পারে না। তাই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। গণতন্ত্রহীন এ বাকস্বাধীনতা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। বর্তমান সরকার দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে দেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে।
আজ শনিবার বিকেল তিনটায় গোপালদী পৌরসভার ৩নং ওয়ার্ডে আড়াইহাজারের গোপালদী পৌরসভা বিএনপি'র দ্বি- বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা গুলো বলেন।
আব্দুস সালাম আজাদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জননেতা তারেক রহমানের নির্দেশে আমরা তৃণমূল পর্যায় থেকে বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করার জন্য সারাদেশ সম্মেলনের মাধ্যমে প্রত্যেকটি জেলা, উপজেলা ও পৌরসভা বিএনপির কাউন্সিল করা হচ্ছে। আজকে তারই ধারাবাহিকতায় গোপালদী পৌরসভায় বিএনপি'র আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছিল তাদের নেতৃত্বে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। অন্তত দুঃখের সাথে বলতে হয় যে দেশ আজ একদলীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্য দিয়ে চলছে। আজকে দেশে গণতন্ত্রের অধিকার নেই বাক স্বাধীনতা নেই, বিচার ব্যবস্থার স্বাধীনতাও নেই। বর্তমান সরকার মানুষের এসকল অধিকার এগুলোকে হত্যা করেছে।
তিনি আরও বলেন, বিএনপি'র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারারুদ্ধ করে রাখা হয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমাদের কাছ থেকে দূরে সর রাখা হয়েছে। তারেক রহমান বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে সাজা দেওয়া হয়েছে। দেশকে একটি পরাধীনতার শৃংখলায় পরিনত করে রাখা হয়েছে। এভাবে একটি দেশ চলতে পারে না। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তারেক রহমানের নির্দেশে আগামীতে এই স্বৈরাচারী সরকারকে পতন ঘটাতে হলে সম্মেলনের মধ্য দিয়ে একটি সুশৃঙ্খল ও শক্তিশালী কমিটি গঠন করতে হবে।
আড়াইহাজার পৌরসভা বিএনপির আহ্বায়ক হাজী সামসুল হক মোল্লার সভাপতিত্বে ও সদস্য সচিব হাজী মুসফিকুর রহমান মিলনের সঞ্চালনায় সম্মেলন প্রধান বক্তা বিএনপি'র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) বেনজীর আহমেদ টিটু। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন, লুৎফর রহমান আব্দু, সদস্য মোশাররফ হোসেন, মোশাররফ হোসেন, আড়াইহাজার উপজেলা বিএনপি'র আহ্বায়ক ইউসুফ আলী ভূঁইয়া, সদস্য ও জুয়েল আহম্মেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক সফিউদ্দিন ভূঁইয়া সফু, যুগ্ম আহ্বায়ক অ্যাড. খোরশেদ আলম মোল্লা।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আড়াইহাজার উপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম লাভলু, অ্যাড. সিদ্দিকুর রহমান সিদ্দিক, মাসুম শিকারী, সদস্য মোহমুদুল্লাহ লিটন, মঞ্জুরুল হোসেন মোল্লা, আবু কালাম ভূঁইয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব খোরশেদ আলম ভুঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান বাচ্চু, সদস্য সচিব আলমগীর হোসেন সাকিব, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোবারক হোসাইন, গোপালদী পৌর ছাত্রদলের আহ্বায়ক আবুল বাশার সুমন, ছাত্রদল নেতা ইসমাইল হোসেন অপু প্রমুখ।